মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগে কমিটির সাধারণ সম্পাদক পদ থেকে বাদ পড়ায় নতুন কমিটির সদস্যসহ অন্যদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে মতলব উত্তর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন হামলার শিকার মো. মাহফুজুর রহমান। তিনি মসজিদ কমিটির বর্তমান সদস্য।
মামলায় প্রধান আসামী করা হয়েছে মসজিদের বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মারুফ আলী আকবরকে। স্থানীয়রা জানান, অভিযুক্ত মারুফ আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের ছেলে শাফি মুদ্দাসির খানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। শাফি মুদ্দাসির বর্তমান বহু মামলার আসামী হিসেবে কারাগারে রয়েছেন। তাদের দুজনের ঘনিষ্ঠতার অনেক ছবি ফেইসবুকে আছে।
মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পাঁচানী গ্রামের একটি সামাজিক মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ছিলেন ওই গ্রামের মারুফ আলী আকবর। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের ঘনিষ্ঠ সহযোগী পরিচয়ে তিনি এলাকায় প্রভাব বিস্তার করতেন এবং বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন।
অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিগত সরকারের সময়ে উল্লেখিত মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন মারুফ আলী আকবর। কিন্তু মসজিদের আর্থিক হিসাব না দিয়ে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ কারণে স্থানীয় লোকজন সেই কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করেন।
এতে ক্ষিপ্ত হয়ে মারুফ আলী আকবরের নেতৃত্বে কিছু লোক গত ৪ এপ্রিল বিকেল ৫টার দিকে উল্লেখিত মসজিদের সামনে মসজিদ কমিটির সদস্য মো. মাফজুর রহমান ও তার সাথে থাকা লোকজনকে গালিগালাজ করে পরবর্তীতে হামলা চালায়। হামলায় মো. মাহফুজুর রহমান ছাড়াও আবু হানিফ অভি ও সানিয়াত রহমান শাওন আহত হন। আহতদের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে স্থানীয়রা। পরে অবস্থা গুরুতর হওয়ায় আহত আবু হানিফ অভি ও সানিয়াত রহমান শাওনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
আহতরা জানান, মসজিদ কমিটি নিয়ে কথা বললে এবং হামলার বিষয়ে শালিস বৈঠক বা আইনের আশ্রয় নিলে আহতদের প্রাণনাশের হুমকি দিয়েছেন হামলাকারীরা। এ বিষয়ে মতলব উত্তর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন হামলায় আহত মো. মাহফুজুর রহমান।
প্রতিবেদক: ফরিদুল ইসলাম, ৫ এপ্রিল ২০২৫