Home / সারাদেশ / মতলব উত্তরে মরহুম অলিউল্লাহর সরকারের স্মরণে শোক সভা
মতলব উত্তরে মরহুম অলিউল্লাহর সরকারের স্মরণে শোক সভা

মতলব উত্তরে মরহুম অলিউল্লাহর সরকারের স্মরণে শোক সভা

মতলব উত্তরে ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি,ছেংগারচর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান,পৌর কমিনিউটি পুলিশিং এর সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মরহুম অলিউল্লাহর স্মরণে ছেংগারচর পৌর বণিক সমবায় সমিতি লি. এবং ছেংগারচর পৌর আ’লীগের যৌথ আয়োজনে সোমবার (২৯ জুলাই) বিকেলে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা, মিলাদ মাহফিল এবং দোয়ার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।

ছেংগারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন বেপারীর সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আল মাহমুদ টিটু মোল্লার পরিচালনায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি শহীদ উল্লাহ প্রধান, মরহুমের ছেলে আওয়ামী লীগ নেতা আবু জাফর সরকার ডালিম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শরীফ দর্জি, মো.সালামত উল্লাহ সরকার,ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন সরকার,আওয়ামীলীগ নেতা আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক খান,আনিছুর রহমান, ছেংগারচর পৌরসভার প্রাপ্ত মেয়র বোরহান উদ্দিন প্রধান, ছেংগারচর পৌরসভার কাউন্সিলর শাহাদাত হোসেন,খোকন ঢালী, কাউন্সিলর মো. আহসান হাবীব ।

আরো বক্তব্য রাখেন আ’লীগ নেতা মো. গোলাম হোসেন খখান, পৌর আ’লীগের ধর্মবিষসয়ক সম্পাদক মো.সোহরাব হোসেন,ফতেপুর পশ্চিম ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি খাজা আহম্মেদ,ছেংগারচর পৌর বনিক সমবায় সমিতি লি. এর সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ফরাজী,সাবেক সভাপতি মো.শাহ আলম প্রধান,সাবেক সাধারণ সম্পাদক ইবনাল মঈন আহম্মেদ রিপন,ছেংগারচর পৌর যুবলীগের সহ-সভাপতি আমিনুল হক বেপারী, ছেংগারচর পৌর শ্রমিকলীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মিরাজ খালিদ, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহাবুব আলম বাবু, মো. নাজমুল খান, মো.মিজানুর রহমান মুফতি, মো.হাসান সরকার,উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মোর্শেদুল হক হিমেল, ছাত্রলীগ নেতা মুকুল খান প্রমূখ।

মিলাদ মাহফিলে মোনাজাত ও দোয়া পরিচালনা করেন মাওলানা মো. তাজুল ইসলাম চাঁদপুরী ও মাওলানা মো. ইব্রাহিম খলিল আনন্দপুরী।
খান মোহাম্মদ কামাল
৩০ জুলাই ৩০১৯
এজি