মো. কামাল হোসেন খান, মতলব (চাঁদপুর) | আপডেট: ০১:৫৩ অপরাহ্ণ, ০৫ আগস্ট ২০১৫, বুধবার
কাজের মাঝে শিশু করবে মায়ের দুধপান, সবাই মিলে সবখানে করি সমাধান এই শ্লোগানকে সামনে রেখে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাক স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কার্যক্রমের আয়োজনে মতলব উত্তর উপজেলায় বিশ্ব মাতৃদুগ্ধ দিবস পলিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে থেকে দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু ইউসুফ কাজীর নেতৃত্বে র্যালিটি বের করে বিভিন্ন সড়ক প্রর্দশন করে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে এসে শেষ হয়।
এরপর বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও স্বাস্থ্য ও পরিবাবর পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আবু ইউসুফ কাজীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অলোচনাসভায় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ ইসমাইল হোসেন, মেডিকেল অফিসার ডা. মোঃ আল-আমীন, ডা. মোঃ মেহেদি হাসান জয়, উপজেলা ব্র্যাক স্বাস্থ্য পুষ্টি ও জনসংখা কার্যক্রমের সিনিয়র ম্যানেজার মোঃ নাসির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ মনির হোসেন, মোঃ আস্বাদ উল্যাহ প্রমুখ।
র্যালি ও আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫