কামাল হোসেন খান, মতলব (চাঁদপুর) :
‘শত কোটিজনের অপার স্বপ্ন, একটি বিশ্ব, করি না নিঃস্ব’-এ প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নানা কর্মসূচির মাধ্যমে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস ২০১৫।
দিবস উপলক্ষে মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন ও শ্লোগান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা চত্ত্বরে ইউএনও মোহাম্মদ মফিজুল ইসলামের নেতৃত্বে প্রথমে র্যালি বের হয়। এরপর উপজেলা বটমূলে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সুমন চন্দ্র সরকার, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. আ. সালাম, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের যুগ্ম আহবায়ক মাহমুদা আক্তার, যুগ্ম সদস্য সচিব শ্যামল কুমার বাড়ৈ, সদস্য আশিকুজ্জামান, জেসমিন কামাল, উপজেলা নির্বাহী অফিসের সিও’ মোঃ আমিনুল ইসলাম আমিন, সার্টিফিকেট সহকারী মো. জহিরুল ইসলাম প্রমুখ।
শুক্রবার ০৫ জুন ২০১৫ : ১১:৪০
চাঁদপুর টাইমস : এবিআর/ এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।