মতলব উত্তরে বিশেষ কম্বিং অভিযান, নিষিদ্ধ জাল ও চাঁই জব্দ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নিষিদ্ধ জাল ব্যবহার ও অবৈধভাবে মাছ শিকার রোধে উপজেলা মৎস্য অফিসের নেতৃত্বে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) উপজেলার মেঘনা নদীর দশানী, বাহাদুরপুর, সটাকী, ষাটনল এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে ৫০ টি চায়না দুয়ারি চাঁই, ১ টি পাঙ্গাসের পোনা ধরার চাঁই ও ৫ টি বেহুন্দী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত চাঁই ও জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে ।

অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম সানোয়ার ।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানান,মৎস্য সম্পদ সংরক্ষণ, নিষিদ্ধ জাল ও অবৈধ মাছ শিকার রোধে কম্বিং অপরেশন পরিচালনা করা হয়েছে। অভিযানে চাঁই ও জাল আটক করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে জানিয়েছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক/
২ জানুয়ারি ২০২৬