চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক মানুষের মাঝে চক্ষু শিবির ও স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি এবং সচেতনতামূলক বিভিন্ন পরামর্শ দিয়েছে ‘লায়ন্স ক্লাব’।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিকারীকান্দি আকবরিয়া উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।
শিকারীকান্দি তরুন সংঘের আমন্ত্রণে সাড়া দিয়ে লায়ন্স ক্লাব অব ঢাকা মিডসিটি ক্রেডেন্স, মিডসিটি ক্যাম্পাস মিড ভ্যালি, মিডটাউন, ব্ল্যাক শেড, ঢাকা আইকনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ডিস্ট্রিক্ট ৩১৫ বি ২ এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শফিউল আলম এম.জে.এফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গেট এরিয়া লিডার কাজী সাইফুল ইসলাম, কেবিনেট ট্রেজারার লায়ন হাসান, কাজী তরিকুল ইসলাম, শিকারীকান্দি তরুন সংঘের উপদেষ্টা সিরাজুল ইসলাম। পরিচালনা করেন- কেবিনেট সেক্রেটারির শেখ ওবায়েদ উল্লাহ এবং অনুষ্ঠানে সভাপতিত্ব¡ করেন লায়ন সুমন।
নিজস্ব প্রতিবেদক, ১৩ সেপ্টেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur