চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মান্দারতলী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ আঃ আজিজ (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (০৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার সময় মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের মান্দারতলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোঃ আঃ আজিজ (৬৫) উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের মান্দারতলী গ্রামের মৃত ছিঠু প্রধানের ছেলে।
মতলব উত্তর থানা জানাযায়, রোববার (৫সেপ্টেম্ব) সকাল সাড়ে ৭ টার সময় ঘরের বিদ্যুৎ লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হলে স্থানীয় লোকজন তাকে দ্রুত মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিজস্ব প্রতিবেদক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur