চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১৬ ডিসেম্বরর মহান স্বাধীনতার বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত প্রস্তÍুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
প্রধান অতিথির বক্তব্যে এমএ কুদ্দুস বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না আমরা একটি বাংলাদেশ পেতাম না। ৩০ লক্ষ শহীদদের আত্মার বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীনতা। বঙ্গবন্ধু একটি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখিয়েছেন। সেই স্বপ্ন বাস্তবায়নে মহান স্বাধীনতা প্রাপ্তিতে উজ্জীবিত হয়ে আগামী দিনে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, যেসব মুক্তিযোদ্ধারা বেচে আছেন তাদেরকে যথাযথ সম্মান দিতে হবে। আসছে ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার ব্যাপারে সকল ধরনের ব্যবস্থা নিতে হবে। এবং আগামী প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে সেই ব্যবস্থা নিতে সকলের প্রতি উধার্ত আহ্বান জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মতলব উত্তর থানার ওসি মোঃ মহিউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন, উপজেলা কৃষি অফিসার মোঃ সালাউদ্দিন, স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ জয়নাল, মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ কাইয়ুম খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব, সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান তপু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা বেগম, সমবায় কর্মকর্তা মোহাম্মদ ফারুক আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী সজিব চন্দ্র দাস, সহকারী শিক্ষা অফিসার মোঃ ওয়ালী উল্লাহ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নুরুন্নবী, ইসলামিক ফাউণ্ডেশনের মডেল কেয়ারটেকার মোঃ আফজাল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, উপজেলা আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান সেন্টু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একে আজাদ, জহিরাবাদ ইউপি চেয়ারম্যান সেলিম গাজী, ষাটনলন ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভুইয়া, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম শান্ত প্রমূখ।
সভায় আসন্ন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনে উপস্থিত সকলে উন্মুক্ত মতামত ব্যক্ত করেন। পরে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালনকল্পে আলোচনা করা হয়।
নিজস্ব প্রতিবেদক, ৪ ডিসেম্বর ২০২২