ভারতে মহানবী হযরত মোহাম্মদ (সা.) ও হজরত আয়েশা রা:-কে নিয়ে কটূক্তি করার সম্পর্কে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে, জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাস, নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা কওমী ওলামা-তোলাবা ও সর্বস্তরের নবী প্রেমিক তাওহীদি জনতার ব্যানারে বিক্ষোপ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
১৬ জুন শুক্রবার সকাল ৮টার সময় মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি হাইস্কুল মাঠ হইতে গণমিছিলটি শুরু হয়ে পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছেংগারচর বাজার থানা রোড চৌরাস্তা মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলার ছেংগারচর বাজার দারুল উলূম কারিমিয়া মাদ্রাসার মহতামিম হযরত মাওলানা মোঃ আতাউল্লাহ মোহসিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, নবী প্রেমিক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুল হক বেপারী,মুফতি জয়নাল আবেদিন,হযরত মাওলানা মোঃ আবু সালেহ, মুফতি সোলাইমান, মুফতি মামুনুর রশিদ,মাওলানা আঃ বাতেন, হাফেজ মোঃ বাতেন ফরাজী, হাফেজ মাওলানা এমদাদুল হক মানিক, মাওলানা মোঃ ওমর ফারুক,মাওলানা মোঃ মাইনউদ্দিন, মাওলানা মোঃ শাহআলম,ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম সারোয়ার বিএসসি, হাজ্বী মোঃ শফিকুল ইসলাম,ছেংগারচর পৌর যুবআন্দোলনের সভাপতি মোঃ আলমগীর, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম বেপারী, যুবনেতা ব্যবসায়ী ওসমানগণিসহ উপজেলা ও ছেংগারচর পৌরসভার কওমী ওলামা-তোলাবা ও সর্বস্তরের নবী প্রেমিক তাওহীদি জনতা এ গণমিছিল ও বিক্ষোপ সমাবেশে অংশ গ্রওহণ করেন।
সকাল ৭টা থেকে উপজেলা ও ছেংগারচর পৌর এলাকার প্রতিটি এলাকা থেকে ব্যানার-প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে কওমী ওলামা-তোলাবা ও সর্বস্তরের নবী প্রেমিক তাওহীদি জনতা সমাবেশস্থলে এসে উপস্থিত হন। এসময় তৌহিদী জনতার সেøাগানে প্রকম্পিত হয়ে যায় পুরো এলাকা।
বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল সফল করার জন্য উপজেলা কওমী ওলামা-তোলাবা ও সর্বস্তরের নবী প্রেমিক তাওহীদি জনতকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আমিনুল হক বেপারী ও ছেংগারচর বাজার দারুল উলূম কারিমিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মোঃ আতাউল্লাহ মোহসিন।
সমাবেশে বিভিন্ন নেতৃবৃন্দ তরা তাদের বক্তব্যে বলেন, ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির বিরুদ্ধে এবং দোষীদের শাস্তির দাবিত মুসলিম বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে।
গণমিছিলে বিক্ষুব্ধ তৌহিদী জনতা মূহু মূহু শ্লোগানে বলেন, নারায়ে তাকবীর আলস্নাহু আকবার, বিশ্বনবীর অপমান সইবেনা আর মুসলমান, ফাঁসি চাই ফাঁসি চাই নূপুর জিন্দালের ফাঁসি চাই ! বিশ্বনবী আমার জান আমার প্রাণ আমার প্রাণ, আমার নবী তোমার নবী মুহাম্মাদ (সা.) মুহাম্মাদ (সা.), ;আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা,’ লেগেছেরে লেগেছে রক্তে আগুন লেগেছে,মাই লাভ, মাই লাভ মোহাম্মদ মোহাম্মদ,’’তাওহীদি জনতা বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। গণমিছিলে শ্লোগান সম্বলিত বাংলা, ও আরবী প্লেকার্ড শোভা পায়। শেষে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে কর্মসুীচর সমাপ্তি ঘোষণা করা হয়। মোনাজাতে সমগ্র বিশ্ব মুসলমানদের শান্তি কামনায় বিমেষ দোয়া করা হয়।
নিজস্ব প্রতিবেদক, ১৭ জুন ২০২২