চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছেংগারচর বাজারসহ বিভিন্ন এলাকায় বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম পরিচালতি হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচারে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া। এ সময় বিএনপির শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণ ও গণসংযোগকালে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া বলেন, বিনাভোটে ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৬ বছরে দেশের সম্পদ লুটপাট, সন্ত্রাস, দুর্নীতি ও রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য খুন, গুম এবং মিথ্যা মামলার আশ্রয় নিয়েছে। আগামীতে বিএনপি বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠন করার লক্ষ্যে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট জনগণের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে।
তিনি বলেন, তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ২০২৩ সালের ১৩ জুলাই জাতীর প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি দেশ। দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই বলেও তিনি জানান। বিএনপির এই নেতা আরও বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের পক্ষে কাজ করে আসছে। ভবিষ্যতেও দেশ ও জনগণের কল্যাণে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
আরো উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) রাশেদ জামান টিপু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ফয়সাল আহমেদ সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আব্দুল মান্নান সাগর, ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশেক মাহমুদ সংগ্রাম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আরিফ উল্যাহ মুন্সি, কলাকান্দা ইউনিয়ন যুবদলের সভাপতি মোহসিন বেপারী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তাঁতি, সাদুল্যাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম প্রমূখ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক/ ২০ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur