মতলব উত্তরে বাল্যবিবাহ বন্ধ : ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পুর্ব ইউনিয়নের সাহাবাজকান্দি গ্রামে খবর পেয়ে বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার দুপুরে কনের বাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা।
জানা গেছে, বাল্যবিবাহ চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় প্রশাসন গিয়ে তাৎক্ষণিক বাল্যবিবাহ বন্ধ করে দেন এবং বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ০৮ ধারা মোতাবেক কনের পিতা সজিব মুন্সিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। পাশাপাশি পুনরায় বাল্যবিবাহ দেয়া করলে মুচলেকা নেয়া হয়।
নিজস্ব প্রতিবেদক, ১১ জুলাই ২০২৫