Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত 
পহেলা

মতলব উত্তরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় উচ্ছ্বাস ভরা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলা নববর্ষ-১৪৩২ পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। শুভ্রতা ছুঁয়ে থাকুক মননে, স্নিগ্ধ আলোয় জুড়িয়ে যাক দুচোখ প্রাণের সঞ্চার উদ্বেলিত হোক নতুন বছরে। পুরনো দুঃখ,গ্লানিকে ভুলে নতুন বছরকে স্বাগত জানানো হয়।

আজ সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় উপজেলা পরিষদের বটছায়ামূলে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। 

এরপর একই স্থান থেকে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির নেতৃত্বে উচ্ছ্বাস ভরা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে উপজেলা পরিষদের কমপ্লেক্সসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের বটছায়ামূলে এসে শেষ হয়।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনগুলো গ্রাম বাংলার ঐতিহ্য নিয়ে আনন্দ শোভাযাত্রায় যোগ দেয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের বটমূলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক প্রমূখ। 

আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ষবরণ অনুষ্ঠানে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সর্বজনীন উৎসব। বাঙালির লোকসংস্কৃতির সাথে বাংলা নববর্ষ ওতপ্রোতভাবে জড়িত। তিনি আরও বলেন, বাঙালি আবহমানকাল থেকে এই উৎসব পালন করে আসছে। এবছর উপজেলাবাসী স্বতঃস্ফূর্তভাবে ও আনন্দঘন পরিবেশে এই উৎসবে অংশগ্রহণ করেছে। ঐতিহ্যবাহী এই সংস্কৃতিকে ধরে রাখতে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য  বিভিন্ন শিক্ষার্থী ও মতলব উত্তর উপজেলারবাসীসহ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ধন্যবাদ জানান উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। এছাড়া তিনি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র,পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম,উপজেলা শিক্ষা অফিসার আকতার হোসেন,উপজেলা সমবায় অফিসার ফারুক আলম, একাডেম সুপার ভাইজার সাইফুল ইসলাম, আমিনুল ইসলামসহ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।  আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে উপজেলা বটতলায়  এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। এছাড়াও পহেলা বৈশাখ বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষে উপজেলা পরিষদ ঘনিয়ারপাড় মাঠে গ্রাম বাংলার ঐতিহ্য ধারণ করে বৈশাখী মেলা বসেছে।

নিজস্ব প্রতিবেদক,১৪ এপ্রিল ২০২৫