জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী, আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ জানুয়ারী) বিকালে উপজেলার পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাড. নুরুল আমিন রুহুল।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন রুহুল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ব্রিটিশ সরকার সম্মাননা দিয়েছেন। কারণ বিশ্বে একজনই নেতা আছে যাকে ৯৭ ভাগ মানুষ সমর্থন করেছে। আমরা এমন একজন নেতার আদর্শকে বুকে লালন করি। সেই নেতাকে ছাড়া সেদিন বাঙালী জাতি বিজয়কে পরিপূর্ণ ভাবে মেনে নিতে পারে নি। অবশেষে মুক্তিযুদ্ধের পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করার পর ১৯৭২ সালের ১০ ই জানুয়ারী মুক্তি পেয়ে দেশের মাটিতে পা রাখেন বঙ্গবন্ধু। সেই থেকে ১০ জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হচ্ছে। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ইতিহাস তুলে ধরেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, শহিদ উল্ল্যাহ মাস্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, কবির হোসেন মাস্টার, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মনোয়ার হোসেন, অর্থ সম্পাদক মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন সুফল, যুবলীগ সভাপতি জহির দেওয়ান, আওয়ামী লীগ নেতা কাজী মিজান, ছাত্রলীগ নেতা অভি।
এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতৃবৃন্দ। সভা শেষে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া করা হয়
নিজস্ব প্রতিবেদক