চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের ফৈলাকান্দি গ্রামের পূর্ব মহল্লায় মো. জামাল উদ্দিনের ছেলে সৌদি প্রবাসী মো. শাহীন শিকদারের ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত দেড়টার সময় এ ঘটনা ঘটে।
জামাল উদ্দিন জানান, আমি ও আমার স্ত্রী পাশের কক্ষে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ করে ভাংচুরের শব্দে আমার ঘুম ভাঙ্গে। ঘুম থেকে জেগে উঠে ঘরের জানালা খুলে দেখি বিল্ডিংয়ের কেচি গেটের তালা ভেঙ্গে ৮-১০জন মুখোশধারী লোক ঘরে ঢুকেছে। ঘরে থেকেই ডাক-চিৎকার দেই। কিন্তু একলা বাড়ি হওয়ায় কেউ আসেনি। ডাকাত দল ঘরে প্রবেশ করে আমার পুত্রবধুর আলমিরা ভেঙ্গে তিন ভরি স্বর্ণালংকার ও নগত ৭০ হাজার টাকা নিয়ে চলে যায়।
পুত্রবধু স্বপ্ন আক্তার জানান, ডাকাতির ঘটনা শুনে আমি সকালে পিত্রালয় থেকে এসেছি। এসে দেখি আমার স্বণালংকার কিছুই নেই। আমার স্বামী সৌদী প্রবাসী। আমি গত ২৮ তারিখ ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ঘরে রেখেছিলাম। সেগুলোও নেই।
শনিবার সকালে স্থানীয় লোকজন ডাকাতির খবর পেয়ে দেখার জন্য ভীড় জমায়। এ ঘটনায় প্রবাসী শাহীনের পিতা জামাল উদ্দিন বাদী হয়ে মতলব উত্তর থানায় অভিযোগ দাখিল করেছেন।
মতলব উত্তর করেসপন্ডেন্ট : আপডেট ২:০০ এএম, ০৮ মে ২০১৬, রোববার
ডিএইচ