চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিরর ঘটনা ঘটেছে। শুক্রবার আড়াইটর সময় উপজেলার জহিরাবাদ ইউনিয়নের বড়ইকান্দি গ্রামের নিজাম উদ্দিন নামে এক সৌদি প্রবাসীর ঘড়ে এ ডাকাতির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে মতলব উত্তর থানা পুলিশ।
জানাযায়, সৌদি প্রবাসী নিজামউদ্দিন মিয়াজীর বাড়িতে প্রায় ১৫ জন ডাকাত দল মেইন গেইটের তালা ভেঙ্গে ও দরজার গ্রিল কেটে ঘরে ডুকে অস্ত্রের মুখে পরিবারে সদস্যদেরকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মুল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। এতে প্রায় ২৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।
ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের লোকজনের চিৎকার শুনে প্রতিবেশীরা তাদের উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
রাতে ডাকাতি হওয়া সেই প্রবাসীর ঘরে ছিলেন প্রবাসীর স্ত্রী নার্গিস আক্তার, স্কুল পড়ুয়া তার ২ ছেলে ও ১ মেয়ে । আর বাড়ির মালিক নিজাম উদ্দিন থাকেন সৌদি আরবে।
প্রবাসীর স্ত্রী নার্গিস আক্তার জানান, রাত আনুমানিক আড়াইটার সময় ১০/১২ জন লোক দরজা ভেঙে ঘরে ঢুকে আমাদেরকে মারধর করে। আমাদের সামনে রামদা ধরে রাখে যাতে আমরা চিৎকার না করি। মুহৃর্তের মধ্যেই তারা আলমারি-বাক্স ভেঙ্গে সব নিয়ে যায়। এরমধ্যে ১১ ভরি স্বর্ণ, নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা, ২টা দামি ঘড়ি ও ১টা মোবাইল, রুপার অনেকগুলো গহনা, বিদেশি দামি দামি কাপড়চোপড়সহ মূল্যবান অনেক কিছুই তারা লুটে নেয় ।
মতলব উত্তর থানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল হক জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিজস্ব প্রতিবেদক/ ২৯ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur