Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে প্রবাসীর ঘরে দুর্ধর্ষ ডাকাতি
প্রবাসীর

মতলব উত্তরে প্রবাসীর ঘরে দুর্ধর্ষ ডাকাতি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিরর ঘটনা ঘটেছে। শুক্রবার আড়াইটর সময় উপজেলার জহিরাবাদ ইউনিয়নের বড়ইকান্দি গ্রামের নিজাম উদ্দিন নামে এক সৌদি প্রবাসীর ঘড়ে এ ডাকাতির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে মতলব উত্তর থানা পুলিশ।

জানাযায়, সৌদি প্রবাসী নিজামউদ্দিন মিয়াজীর বাড়িতে প্রায় ১৫ জন ডাকাত দল মেইন গেইটের তালা ভেঙ্গে ও দরজার গ্রিল কেটে ঘরে ডুকে অস্ত্রের মুখে পরিবারে সদস্যদেরকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মুল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। এতে প্রায় ২৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।

ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের লোকজনের চিৎকার শুনে প্রতিবেশীরা তাদের উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

রাতে ডাকাতি হওয়া সেই প্রবাসীর ঘরে ছিলেন প্রবাসীর স্ত্রী নার্গিস আক্তার, স্কুল পড়ুয়া তার ২ ছেলে ও ১ মেয়ে । আর বাড়ির মালিক নিজাম উদ্দিন থাকেন সৌদি আরবে।
প্রবাসীর স্ত্রী নার্গিস আক্তার জানান, রাত আনুমানিক আড়াইটার সময় ১০/১২ জন লোক দরজা ভেঙে ঘরে ঢুকে আমাদেরকে মারধর করে। আমাদের সামনে রামদা ধরে রাখে যাতে আমরা চিৎকার না করি। মুহৃর্তের মধ্যেই তারা আলমারি-বাক্স ভেঙ্গে সব নিয়ে যায়। এরমধ্যে ১১ ভরি স্বর্ণ, নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা, ২টা দামি ঘড়ি ও ১টা মোবাইল, রুপার অনেকগুলো গহনা, বিদেশি দামি দামি কাপড়চোপড়সহ মূল্যবান অনেক কিছুই তারা লুটে নেয় ।

মতলব উত্তর থানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল হক জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিজস্ব প্রতিবেদক/ ২৯ আগস্ট ২০২৫