পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে সারা দেশের ন্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একযোগে সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।
রোববার (৩০ এপ্রিল) সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার অধিনে মতলব উত্তর উপজেলার দেশের ৮টি পরীক্ষা কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। বাংলা প্রথম পত্র পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত ছিল ৫৮ জন। তারমধ্যে এসএসসি পরীক্ষায় বাংলা বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৪৬ জন, এসএসসি ভোকেশনাল অনুপস্থিত ছিল ৩ জন, মাদরাসার দাখিলের কোরআন মাজিদে অনুপস্থিত ছিল ৯জন।
এদিন প্রথম দিনে বাংলা ১ম পত্র বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সুষ্ঠ ও শান্তিপূর্নভাবে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনালের প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। বেলা ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয় এই পরীক্ষা।
এ বছর এসএসসি ও সমমানে উপজেলায় মোট ৪ হাজার ৬শ’ ৬৪জন শিক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৫শ’০৬৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন। বাংলা বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৪৬ জন,
তার মধ্যে এসএসসিত ৩ হাজার ৮শ’ ৭৮ জনের মধ্যে ৩ হাজার ৮শ’ ৩২ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। এখানে প্রথম অনুপস্থিত ছিলো ৪৬ জন পরীক্ষার্থী।
এসএসসি ভোকেশনাল ২শ’২২ জন পরীক্ষার্থীর মধ্যে ২শ’১৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। মাদরাসার দাখিলে ৫৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৫৫ জন পরীক্ষার্থী বাংলা প্রথম পত্র প্রথম দিনের পরীক্ষায় অংশ গ্রহণ করেনে।
এসএসসিতে ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র অনুপস্থিত ১১ জন, বাগানবাড়ি আইডিয়েল একাডেমী কেন্দ্রে অনুপস্থিত ১০ জন, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত ৫ জন, নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র অনুপস্থিত ৩ জন, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ে অনুপস্থিত ৯ জন, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত ৪ জন, দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত ৪ জন।
দাখিল পরীক্ষায় ফরাযীকান্দি উয়েসীয়া কামিল (এম.এ) মাদ্রাসা কেন্দ্র্রে অনুপস্থিত ৯ জন। ভোকেশনাল পরীক্ষায় জমিলা খাতুন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩ জন সহ মোট ৫৮ জন অনুপস্থিত রয়েছে প্রথম দিনের পরীক্ষায়। মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আশরাফুল হাসান সকাল ১১টার সময় উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। এসময় তিনি অত্র পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। এসময় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা সমাজ সেমাজ সেবা অফিসার মোঃ আনিসুর রহমান তপু,কেন্দ্র সচিব লুধুয়া হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, কেন্দ্রের হল সুপার সরকার আবুল কালাম আজাদ প্রমূখ উপস্থিত ছিলেন।
পরীক্ষার প্রস্তÍুতি বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আশরাফুল হাসান বলেন, সুশৃঙ্খলভাবে প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খার ঘটনা ঘটেনি। পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসন তৎপর ছিল।
ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী শাহরিয়ার খান বলেন, বাংলা প্রথম পত্রের বহুনির্বাচনী (নৈবত্তিক প্রশ্ন) একটু কঠিন হয়েছে। তবে সৃজনশীল প্রশ্নের মান খুবই ভালো হয়েছে। পরীক্ষাও ভালো দিয়েছি। পরীক্ষার প্রস্তুতির জন্য সময় কম পেলেও প্রস্তÍÍুতি ভালোই আছে। প্রথম দিনের পরীক্ষাও ভালো হয়েছে। কেন্দ্রে ঢোকার আগে ভয় ভয় লাগছিল। এখন উৎফুল্ল লাগছে।
এদিকে রোববার (৩০ এপ্রিল) উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যারয় পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা গেছে, পূর্ব নির্দেশনা অনুযায়ী বেশিরভাগ পরীক্ষার্থী পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে হলে ঢোকে। এ সময় পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষা করছিলেন তাদের অভিভাবকরা। পরীক্ষার্থীদের মনোবল চাঙ্গা করতেই তারা সঙ্গে এসেছেন বলে জানান। কেউ চাকরিজীবী, কেউ গৃহিণী, কেউবা আবার ব্যবসায়ী। রোববার সকালে নিজের সন্তানকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে তারা অপেক্ষা করছিলেন সড়কের ধারে ফুটপাতে। কেন্দ্রর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও অভিভাবকদের স্কুল গেট সংলগ্ন ফুটপাতে বসে থাকতে দেখা গেছে। অভিভাবকরা জানান, প্রচন্ড গরম ও বিদ্যুৎ সংকটে শেষ সময়ে পরীক্ষার্থীদের কিছুটা সমস্যা হলেও তারা যথাযথ প্রস্তÍুতি নিতে পেরেছে।
প্রতিবেদক: খান মোহাম্মদ কামাল, ৩০ এপ্রিল ২০২৩