মতলব উত্তরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
Thursday, May 21, 2015 07:45:06 PM
মোঃ কামাল হোসেন খান,মতলব (চাঁদপুর):
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পানিতে ডুবে সাফিন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় গ্রামেএ এ ঘটনা ঘটে।
নিহত সাফিন হানিরপাড় গ্রামের আবুবক্কর সিদ্দিকের ছেলে। সাফিনরা ২ ভাই ও ১ বোন।
পরিবারের সদস্যরা চাঁদপুর টাইমসকে জানান, বৃহস্পতিবার দুপুরে তার বাবা মোঃ আবু বক্কর পুকুরে মাছ ধরতে ছিলেন। বাবার সাথে সাফিন গিয়েছিলেন ওই পুকুরে। বাবা মাছ ধরার কাজে ব্যস্ত থাকার কোনো এক সময় সে পুকুর পাড়ে গিয়ে পানিতে পড়ে যায়। এর কিছুক্ষণ পর তার পাশে থাকা অন্য এক শিশু সাফিনকে পানিতে পড়তে দেখে চিৎকার দেন সাফিন পানিতে পড়ে গেছে। এরপর মাছ ধরার কাজে ব্যস্ত থাকা তার বাবা দ্রুত পুকুরে ঝাঁপ দিয়ে তার সন্তানের খোঁজ নিতে থাকেন।
প্রায় ১৫-২০ মিনিট পর তাকে পুকুর থেকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ডিএইচ/২০১৫
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে ক্লিক লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।