চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন ও জাল উপকরণ শনিবার (১৯ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ করা হয়েছে।
বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৬-১৭ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্র্ণা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এমপি প্রধান অতিথি হিসেবে জেলেদের মাঝে এ উপকরণ বিতরণ করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি বলেছেন, বর্তমান সরকার জেলেদের জীবনযাত্রান মানোন্নয়নে বদ্ধপরিকর। জেলেদের কল্যানে জাটকা রক্ষা কার্যক্রমের সময় এবং মা ইলিশ রক্ষায় জেলেদেরকে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে গরু, ছাগল, হাস-মুরগী, সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণের মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে।’
অনুষ্ঠানে ১২০ জন জেলেকে সেলাই মেশিন ও ১০০ জন জেলের মধ্যে বৈধ জাল প্রদান করা হয়।
এর পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মনিক, উপজেলা চেয়ারম্যান মনজুর আহমদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস, বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের পরিচালক মোঃ জাহিদ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
এ অনুষ্ঠানের আগে উপজেলা পরিষদের চত্ত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সে যোগদান করেন। প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে তিনি উপস্থিত সকলের উদ্দেশে বক্তব্য রাখেন।
স্টাফ করেসপন্ডেন্ট, মতলব উত্তর : আপডেট, বাংলাদেশ সময় ১১:৫০ পিএম, ১৯ নভেম্বর ২০১৬, শনিবার
ডিএইচ