মতলব উত্তরে বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার লুধুয়া হাইস্কুল এন্ড কলেজ খেলার মাঠে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় মতলব উত্তর উপজেলা যুবদল বনাম মতলব উত্তর উপজেলা ছাত্রদল অংশগ্রহণ করে। প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর সরকার। উত্তেজনাপূর্ণ উপভোগ্য খেলায় দর্শকদের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়। নির্ধারিত সময়ে খেলায় কোন দল গোল করতে পারেনি, বিধায় টাইব্রেকার অনুষ্ঠিত হয়, টাইব্রেকারে মতলব উত্তর উপজেলা যুবদল বিজয়ী হয়। বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
পুরস্কার বিতরণকালে চাঁদপুর জেলা বিএনপির সদস্য মো. আলমগীর সরকার বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা প্রয়োজন। খেলাধুলা শুধু শারীরিক কার্যকলাপ নয়, একটি উন্নত শিল্পও বটে। স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকে। সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব,সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে। এসব কারণে সকলে খেলাধুলায় মনোযোগী হতে হবে।
ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোহেল পাটোয়ারী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ জামান টিপু, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল সরকার, মুরাদ বেপারী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিমেল উদ্দিন শিমুল, সদস্য সচিব আনিছুর রহমান মিয়াজী, ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু’সহ নেতৃবৃন্দ। রেফারীর দায়িত্ব পালন করেন- ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান বোরহান উদ্দিন।
নিজস্ব প্রতিবেদক, ১৬ এপ্রিল ২০২৫