মতলব উত্তর

মতলব উত্তরে ধান কাটায় কম্বাইন হার্ভেস্টার উদ্বোধন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের ২০২০ বোরো সেচ মৌসুদের ধান কাটা ও কম্বাইন হার্ভেস্টার মেশিনের উদ্বোধন করা হয়েছে। ৫ মে মঙ্গলবার সকালে উপজেলার ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় বিলে বোরো সেচ মৌসুমের ধান কাটার মাধ্যমে কম্বাইন হার্ভেস্টার মেশিনের উদ্বোধন করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলদার।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবহারকারি ফেডারেশনের সভাপতি এবং মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের সভাপতিত্বে ও মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবহারকারি ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলদার।

আরো বক্তব্য রাখেন- পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নকিব আল হাসান, শাখা কর্মকর্তা মো. সালাউদ্দিন, উপ-সহকারি প্রকৌশলী জহিরুল ইসলাম, ইছামতি পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শাহজাহান প্রধান।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলদার বলেন, এ বছর মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে ৪ হাজার ৯শ’ হেক্টর জমিতে সেচের পানি সরবরাহ করেছে।

মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে উৎপাদিত ধান জাতীয় খাদ্য গ্রীডে অবদান রেখে যাচ্ছে।

প্রতিবেদক : খান মোহাম্মদ কামাল, ৫ মে ২০২০

Share