চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। রোববার (৫ জানুয়ারি) উপজেলার কালীর বাজার সংলগ্ন ধনাগোদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে বেলতলী নৌ-পুলিশ। বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোজাম্মেল হক পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ৫ জানুয়ারি দুপুরে দাউদকান্দি উপজেলার বাজার খোলার এক পথচারী শ্রীরায়েরচর ব্রীজ থেকে দেখেন নদীতে এক লাশ ভাসছে। সে বিষয় টি পুলিশ কে অবহিত করেন। খবর পেয়ে মতলব উত্তর উপজেলার বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মিঠুন বালা, এএসআই মানিক সহ সঙ্গীয় ফোর্স টলার যোগে শ্রী রায়েরচর ব্রীজ সংলগ্ন নদীতে খুজতে থাকে। কালির বাজার লঞ্চঘাটের দক্ষিণ দিকে ধনাগোদা নদীর মাঝখানে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে। পুলিশ ধারনা যুবকের বয়স আনুমানিক ২৪/২৫ হবে। লাশে শরীরে পচন ধরেছে । এখনও যুবকের পরিচয় পাওয়া যায়নি।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক জানান এ বিষয় টির ব্যাপারে অবগত আছেন, বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ি কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হবে।
নিজস্ব প্রতিবেদক, ৫ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur