চাঁদপুর মতলব উত্তর উপজেলা থেকে যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ০২ জুন ২০২৫ তারিখ রাতে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের মাদক বিরোধী একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে উত্তর মতলব উপজেলার উত্তর ঠেটালিয়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ আব্দুর রহমান (৩৯) এবং মোঃ ইউসুফ সাঈম (৪৭)কে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নিকট থেকে ৪০০ গ্রাম গাঁজা,১টি মোবাইল এবং ১৫০০০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত মাদক এবং গ্রেফতারকৃতদের উত্তর মতলব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, ৩ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur