মতলব উত্তর

মতলব উত্তরে দুই পক্ষের সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের সটাকি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে রিফাত সওদাগর (২০) নামে এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন। তার পিতার নাম রিপন সওদাগর।

এলাকাবাসী সূত্রে জানা গেছে,৭ জুন রাত আনুমানিক ৯ টায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেড় ধরে মারামারি হয়। এসময় স্থানীয় ছাত্তার গংদের লাঠি সোটা ও দেশীয় অস্ত্রের আঘাতে রিফাত গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানেও তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে সোমবার ভোর রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মতলব উত্তর থানার ওসি মোঃ নাসির উদ্দিন মৃধা বলেন,এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। তবে বিস্তারিত সরেজমিন পরিদর্শন করে পরে তুলা ধরা হবে।

প্রতিবেদক:কামাল হোসেন খান,৯ জুন ২০২০

Share