মতলব উত্তর

মতলব উত্তরে দু’ইলিশ জেলেকে কারাদণ্ড

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা কার্যক্রমের আওতায় নিষেধ অমান্য করে মাছ ধরার অপরাধে দুই জেলেকে ১ বছরের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

সাজাপ্রাপ্ত জেলেরা হলেন মুন্সিগঞ্জ জেলার জাজিরা গ্রামের মো. সামছুল হক সরদারের ছেলে মো. হিরণ সরদার (২২) ও একই গ্রামের রাজা মিয়া বেপারীর ছেলে মো. মহসিন বেপারী (২৫)।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুল ইসলাম তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালতে বিচার কার্য পরিচালনা করে এ রায় দেন।

এর আগে সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুল ইসলামের নেতৃত্বে ও মোহনপুর ইউপি চেয়ারম্যান সামছুল হক চৌধুরী বাবুলের সহযোগিতায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার সময় মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যসরা মোহনপুর মেঘনা নদী এলাকায় জেলেদের আটক করে।

খান মোহাম্মদ কামাল : আপডেট, বাংলাদেশ সময় ৬:০০ এএম, ২৫ অক্টোবর ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

Share