Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে দু’ইলিশ জেলেকে কারাদণ্ড
মতলব উত্তরে দু’ইলিশ জেলেকে কারাদণ্ড

মতলব উত্তরে দু’ইলিশ জেলেকে কারাদণ্ড

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা কার্যক্রমের আওতায় নিষেধ অমান্য করে মাছ ধরার অপরাধে দুই জেলেকে ১ বছরের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

সাজাপ্রাপ্ত জেলেরা হলেন মুন্সিগঞ্জ জেলার জাজিরা গ্রামের মো. সামছুল হক সরদারের ছেলে মো. হিরণ সরদার (২২) ও একই গ্রামের রাজা মিয়া বেপারীর ছেলে মো. মহসিন বেপারী (২৫)।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুল ইসলাম তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালতে বিচার কার্য পরিচালনা করে এ রায় দেন।

এর আগে সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুল ইসলামের নেতৃত্বে ও মোহনপুর ইউপি চেয়ারম্যান সামছুল হক চৌধুরী বাবুলের সহযোগিতায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার সময় মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যসরা মোহনপুর মেঘনা নদী এলাকায় জেলেদের আটক করে।

খান মোহাম্মদ কামাল : আপডেট, বাংলাদেশ সময় ৬:০০ এএম, ২৫ অক্টোবর ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply