আগামী শনিবার (২সেপ্টেম্বর) পবিত্র ঈদ-উল আজহা। মুসলমানদের এ উৎসবে বড় অনুষঙ্গ পশু কোরবানি দেয়া। আর এর জন্য পশু কোরবানি ও গোস্ত কাটতে দা, ছুরি, চাপাতি, খাইট্যাসহ নানা উপকরণ প্রয়োজন।
তাই পশু বিক্রির পাশাপাশি এসব উপকরণ বিক্রিও জমে উঠেছে। তেমনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার পশুর হাটে গোস্ত কাটার তেঁতুল গাছের খাইট্যা (কাঠের গুঁড়ি) বিক্রি করতে দেখা যায়। এসব কিনতে সোমবার ছেংগারচর বাজারে উপচে পড়া ভীর লক্ষ্য করা গেছে।
এসব খাইট্যা তেঁতুল কাঠ দিয়ে তৈরি করা হয়। প্রতিটি খাইট্যা ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বিক্রি করা হয় বলেন খাইট্যা বিক্রেতা শুকুর সিকদার ও নাঈম ইসলাম জানান।
প্রতিবেদক: খান মোহাম্মদ কামাল
আপডেট,বাংলাদেশ সময় ৩:৩০ এএম,৩১ আগস্ট ২০১৭, বৃহস্পতিবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur