চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে এআইজিএ উপকরণ (বকনা বাছুর) বিতরণ করা হয়েছে।
১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত বকনা বাছুর বিতরণ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।
উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা। আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, সিনিয়র সাংবাদিক মাহবুব আলম লাভলু। এসময় জেলে প্রতিনিধি, কর্মরত সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন,ইলিশ আমাদের জাতীয় মাছ, জাতীয় সম্পদ। ইলিশ আমাদের জাতীয় ঐতিহ্যের একটি। আজকের জাটকা আগামী দিনের পরিপূর্ণ ইলিশ। এই ইলিশ আপনারাই ধরবেন, আপনারাই এর সুফল ভোগ করবেন। তা রক্ষা করা আপনার আমার সকলের দায়িত্ব ও কর্তব্য। মা ও জাটকা ইলিশ রক্ষার মাধ্যমে আমরা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি। এই ইলিশ রক্ষায় সকলের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন,বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে দরিদ্র জেলে পরিবারগুলাকে স্বাবলস্বী করে তুলতে কাজ করছে সরকার। সঠিকভাবে এসব গরু লালন পালনের মধ্য দিয়ে আপনারা আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন করতে পারেন।
নিজস্ব প্রতিবেদক, ১৪ ফেব্রুয়ারি ২০২৫