মতলব উত্তরে ৩ লাখ ৫৫ হাজার মিটার জাল জব্দ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩ লাখ ৫৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

১১ অক্টোবর মঙ্গলবার প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় মতলব উত্তর উপজেলায় মৎস্য বিভাগ ও প্রশাসন যৌথ অভিযান চালিয়ে ওই কারেন্ট জাল জব্দ করে। জব্দ করা ওই জাল মেঘনা নদীর পাড়ে জনসম্মুখে পুড়িয়ে দেয়া হয়।

৭ অক্টোবর শুক্রবার থেকে ২৮ অক্টোবর এই ২২ দিন ইলিশের প্রজনন মৌসুম। এ সময় ইলিশ আহরণ, বিপণন ও মজুতসহ সব ধরনের সরবরাহ ২২দিনের জন্য নিষিদ্ধ করেছে সরকার।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসান এর নেতৃত্বে উপজেলা মৎস্য অফিস ও মোহনপুর নৌ-পুলিশের সহযোগিতায় মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালিত হয়।

এ সময় মেঘনা নদীতে সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে ইলিশ শিকারের সময় ৫ জেলেকে আটক করে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান জানান, সকাল থেকে উপজেলা টাস্কফোর্স, মৎস্য বিভাগ, নৌ-পুলিশ নদীতে অভিযান চালায়। এই সময় কোনো অসাধু জেলে নদীতে মাছ ধরতে না পারে সে জন্য ২২ দিন নদীতে অভিযান অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক, ১১ অক্টোবর ২০২২

Share