মতলব উত্তর

মতলব উত্তরে জাতীয় বীমা দিবস পালিত

‘মুজিববর্ষে অঙ্গীকার-বীমা হোক সবার’ এই প্রতিপাদ্য সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।

১ মার্চ সোমবার জাতীয় বীমা দিবসে মতলব উত্তর উপজেলা বিভিন্ন বীমা কোম্পানীর আয়োজনে উপজেলার ছেংগারচর বাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনার সভর আয়োজন করা হয়। সভায় ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড ছেংগারচর বাজার ইউনিট ম্যানেজার মোঃ নূরে আলম খানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভায় অংশ গ্রহন করেন রুপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর ছেংগারচর বাজার এর ডিসি মোঃ রফিকুল ইসলাম, ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড ছেংগারচর বাজার ইউনিট এর মাঠকর্মী মোঃ ফারুকুল আমিন,রুনা লায়লা, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ এর মোঃ মনির হোসেন, পদ্মা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ এর আঃ আজিজ, পপুলার লাইফ ইন্সরেন্স কোম্পানী লিঃ এর অতিরিক্ত প্রকল্প পরিচালক মোঃ শাহাদাত হোসেন, ডিসট্রিক কো-অডিনেটর মোঃ আলাউদ্দিন, মোঃ ইউনুস দেওয়ান, মোঃ মমিন প্রধান,মফিজুল ইসলাম, একে খান, মোহন মিয়া, ন্যাশনাল লাইফ ইন্সরেন্স কোম্পানী লিঃ এর মাঠকর্মী পারভীন আক্তারসহ বিভিন্ন বীমা কম্পানির কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের লোকজন এতে অংশ গ্রহন করেন।

আলোচনা সভার পূর্বে মতলব উত্তর উপজেলার ছেংগারচর প্রধান প্রধান সড়কে বিভিন্ন ইন্স্যুরেন্স কম্পানির কর্মীরা মানব বন্ধন কর্মসূচি পালন করে। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পথসভায় কর্মসূচিতে জাতীয় বীমা দিবস সফল হোক ব্যানার,ফেস্টুন নিয়ে অংশ গ্রহণকারী ওই ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড ছেংগারচর বাজার ইউনিট ম্যানেজার মোঃ নূরে আলম খান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন মূলক প্রশংসা কাজের কথা তুলে বক্তব্য প্রধান করেন।

নিজস্ব প্রতিবেদক,১ মার্চ ২০২১

Share