কামাল হোসেন খান, মতলব (চাঁদপুর) | আপডেট: ১০:৪১ অপরাহ্ণ, ২১ আগস্ট ২০১৫, শুক্রবার
৪৪তম জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্টে মতলব উত্তর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
মতলব উত্তর উপজেলার দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ট্রাইবেকারে ৪-১ গোলে উপজেলার চরকালিয়া উচ্চ বিদ্যালয়কে হারিয়ে উপজেলার মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চাঁদপুরে খেলার গৌরব অর্জন করে। ট্রাইবেকারে ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের ৪ জন খেলোয়াড় পেনাল্টিতে গোল করতে সক্ষম হন। অপরদিকে চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের মাত্র ১ জন খোলোয়াড় গোল করলেও বাকিরা গোল করতে ব্যর্থ হন। এখানে ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের গোলরক্ষক মোঃ সোলেমান দু’টি পেনাল্টি সট অপূর্বভাবে আাটকে দেন।
মূলত তার অসাধারণ নৈপূন্যের কারণে ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয় ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সবার দৃষ্টিতে ম্যাচের সেরা খেলোয়াড় ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের গোলরক্ষক মোঃ সোলেমান। খেলার নির্ধারিক সময়ে খেলাটি গোলশুন্য ড্র থাকে। পরে ট্রাইবেকারে চরকালিয়া উচ্চ বিদ্যালয়কে হারিয়ে উপজেলার ঐতিহ্যবাহী ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয় জয় লাভ করে। এর আগে অবশ্য ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয় একই দিনে সকালে ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয় ২-০ গোলে শরীফ উল্যাহ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে ফাইনালে খেলার গৌরব অর্জন করে।
এরপূর্বে উপজেলার ৪৪তম জাতয়ি স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলার শুভ উদ্ধোধন করেন, মতলব উত্তর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর আলম হাওলাদার। এসময় খেলোয়াড়দের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,৪৪তম জাতীয় গ্রীষ্মকালীন স্কুল ও মাদ্রাসার ফুটবল টুর্নমেন্টে কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ নেতা মোঃ বোরহান উদ্দিন মিয়া,মতলব উত্তর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য দৈনিক যায়যায় দিনের মতলব প্রতিনিধি ও চাঁদপুর প্রবাহের বিশেষ প্রতিনিধি মোঃ কামাল হোসেন খান, ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বোরহান উদ্দিন মোল্লা, দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনছুর আহম্মেদ,নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ সোহরাফ হোসেন, শরীফ উল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরীফ উল্যাহ, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দলিল উদ্দিন,পাঁচআনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান, উপজেলা স্কাউটস সম্পাদক সাংবাদিক ঢালী কামরুজ্জামান হারুন, সাংবাদিক মাহাবুব আলম লাভলু, উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক আল-আমিন সরকার বিজয়,ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের মোঃ বদিউল আলম, সিনিয়র শিক্ষক আব্দুল হক খান, মোঃ হুমায়ন কবির, মাওলানা মোঃ কবির আহম্মেদ,মোঃ রমিজ উদ্দিন,মোঃ শাহিন আলম, মোঃ আফজাল খান,ক্রীড়া শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান কোচ মোঃ আবুল কালাম আজাদ, মাথাভাঙ্গা আর্দশ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ রাশেদুজ্জামান রাশেদ,নিশ্চিন্তপুর হাইস্কুলের ক্রীড়া শিক্ষক বাবু বিদ্যাভূষণ,নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ আক্তার হোসেন,ক্রীড়া শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, মোহনপুরের সমাজ সেবক নুরুজ্জামান প্রমূখ উপস্থিত ছিলেন। ৪৪তম জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্টে মতলব উত্তর উপজেলা পর্যায়ে উপজেলার ঐতিহ্যবাহী ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয় উপজেলার মধ্যে চ্যাম্পিয়ন হওয়ায় দূর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী ও ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের কার্যকরি কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি খেলোয়াড়,কর্মকর্তা এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিভনন্দন জানিয়েছেন। এদিকে দূর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী ও ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের কার্যকরি কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপির উৎশাহ আর অনুপ্রেরণায় উপজেলার ঐতিহ্যবাহী ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয় উপজেলার মধ্যে চ্যাম্পিয়ন হওয়ায় ত্রাণমন্ত্রী মায়া চৌধুরীকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে ’’জয় মায়া ভাইয়ের জয়, জয় ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের জয়’’ বলে উপজেলার মোহনপুরে এবং ছেংগারচর পৌর বাজারে আনন্দ মিছিল করে। মিছিলে নেতৃত্ব দেন ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বোরহান উদ্দিন ও ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য দৈনিক যায়যায় দিনের মতলব প্রতিনিধি ও চাঁদপুর প্রবাহের বিশেষ প্রতিনিধি মোঃ কামাল হোসেন খান। এসময় সিনিয়র শিক্ষক আব্দুল হক খান, মোঃ হুমায়ন কবির, মাওলানা মোঃ কবির আহম্মেদ,মোঃ রমিজ উদ্দিন,মোঃ শাহিন আলম, মোঃ আফজাল খান, ক্রীড়া শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান কোচ মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫