Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন
MWc

মতলব উত্তরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন

চাঁদপুরের মতলব উত্তরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শনিবার (০৪ নভে¤॥^র) সকালে উপজেলার ৯নং দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ে সম্পন্ন হয়।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে প্রধান অতিথি হিসেবে এ সপ্তাহের উদ্বোধন করেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়টির ৫ থেকে ১২ বছর বয়সী শিক্ষার্থীদেরকে ত্রাণমন্ত্রী মায়া চৌধুরী কৃমির ওষুধ খাইয়ে দেন।

এসময় মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আক্তার,মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.একেএম মাহবুবুর রহমান, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সংকর কুমার সাহা,মতলব উত্তর থানার ওসি মোঃ আনোয়ারুল হক কামাল,মতলব উত্তর উপজেলা আ’লীগের সাধারণে সম্পাদক এমএ কুদ্দুছ, উপজেলা চেয়ারম্যান কল্যান সমিতির সভাপতি স্বর্নপদক প্রাপ্ত মোহনপুর ইউপি চেয়ারম্যান সামছুল হক চৌধুরী বাবুল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ ইসমাইল হোসেন,

আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ মেহেদী হাসান, মেডিকেল অফিসার ডা.মোঃ জয়নাল আবেদিন, মেডিকেল অফিসার ডা.মোঃ আল-আমিন, আ’রীগ নেতা মোঃ বোরহান উদ্দিন মিয়া, কাজী মিজানুর রহমান,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, ছেংগারচর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান ঢালী, জেলা পরিষদের সদস্য মিনহাজ উদ্দিন খান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মাহফুজ মিয়া, মোঃ মোজাম্মেল হক,ইপিআই টেকনিশিয়ান ভাষান চন্দ্র কীর্ত্তনিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ’ সদস্য মোঃ খোরশেদ আলম, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম অপু, চেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি তোফায়েল সরকার, সাধারণ সম্পাদক আল-ইমরানসহ হাসপাতালের সকল কর্মকর্তা ও ডাক্তারবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সংকর কুমার সাহা জানান, উপজেলার ১৮০টি সরকারি প্রাথমিক বিদ্যারয় ও কিন্ডার গার্টেন স্কুলগুলোতে কৃমির ওষুধ পৌঁছে দেয়া হয়েছে। আগামী ৯ নভেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে।

প্রতিবেদক- খান মোহাম্মদ কামাল
: আপডেট, বাংলাদেশ ৪:০৩ পিএম, ৪ নভেম্বর, ২০১৭ শনিবার
ডিএইচ

Leave a Reply