চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরা ও নদীতে জাল ফেলার অপরাধে ৬ জেলেকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। জব্দকৃত ছয় হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।
বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে উপজেলা প্রশাসন।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার চরউমেদ গ্রামের আদম আলীর ছেলে মাতবর আলী (৪০), দোপাই বেপারীর ছেলে খলিল (৩৫), মোছলেম গাজীর ছেলে আনোয়ার (২০), আহসান উল্লাহর ছেলে জমির হোসেন (১৯), চর হাশিমপুর গ্রামের ছাবেদ কাজীর ছেলে শাহআলম (৩৫), দক্ষিণ বোরোচরের সবুর সরকারের ছেলে নাজমুল (২০)।
ইউএনও শারমিন আক্তার জানান, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫(১) ধারায় প্রত্যেককে দুই মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
তাদের সাথে থাকা প্রায় ছয় হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে এবং প্রায় এক মণ ইলিশ উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
তিনি আরো জানান, জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
খান মোহাম্মদ কামাল
: আপডেট, বাংলাদেশ ১২:০৩ পিএম, ০৫ অক্টোবর, ২০১৭ বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur