চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন কার্যক্রম ও ভোট গ্রহণ স্থগিত করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। সোমবার (১৫ নভেম্বর) নিবার্চন পরিচালনা-২ উপসচিব মোঃ আতিয়ার রহমান ও নির্বাচন ব্যবস্থাপনা সমন্বয়-২ সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক নোটিশ থেকে এ তথ্য জানা গেছে।
নোটিশে উল্লেখ করা হয়, রিট পিটিশন নম্বর ৭১৪০/২০২১ এর ১২ সেপ্টেম্বর ২০২১ তারিখের আদেশ প্রতিপালনার্থে আগামী ২৮ নভেম্বর ২০২১ তারিখে অনুষ্ঠিতব্য চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ৯নং জহিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।
উল্লেখ্য নির্বাচনকমিশন কর্তৃক তৃতীয় দফার তফসিল ঘোষণা মোতাবেক আগামী ২৮ নভেম্বর এ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠানের কথা ছিলো। সোমবার (১৫ নভেম্বর) নিবার্চন পরিচালনা-২ উপসচিব মোঃ আতিয়ার রহমান ও নির্বাচন ব্যবস্থাপনা সমন্বয়-২ সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক নোটিশ এর মাধ্যমে অত্র ইউনিয়নের নির্বাচন আগামী ২৮ নভেম্বর ২০২১ তারিখে আর অনুষ্ঠিত হচ্ছেনা।
নিজস্ব প্রতিবেদক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur