উপজেলা সংবাদ

মতলব উত্তরে চাচী ভাতিজার অবৈধ কার্যকলাপ : কারাদণ্ড

চাঁদপুর টাইমস, মতলব উত্তর:
চাঁদপুরের মতলব উত্তরে অবৈধ কার্যকলাপের অপরাধে চাচী ফাতেমা খাতুন (২৫) ও ভাতিজা মাসুদ রানা (২৭) কে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১৯ আগষ্ট) বিকাল সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মফিজুল ইসলাম এ দন্ডাদেশ দেন। মাসুদ রানা উপজেলার আমিয়াপুর গ্রামের দেলোয়ার সরকারের ছেলে। ফাতেমা খাতুন মাসুদের আপন চাচা জালাল সরকারের স্ত্রী।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদপুর টাইমসকে জানান, স্থানীয় জনতা মাসুদ ও ফাতেমাকে অবৈধ কার্যকলাপে লীপ্ত অবস্থায় মঙ্গলবার রাতে আটক রেখে থানায় খবর দেয়। পরে থানার উপ-পরিদর্শক শাহজাহান সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিকেলে ভ্রাম্যমান আদালতে এদেরকে কারাদন্ড দেয়া হয়েছে। আজকেই তাদেরকে কারাগারে পাঠানো হবে।

চাঁদপুর টাইমস- এমএ/ডিএইচ/2015।

Share