Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে ক্ষতিগ্রস্ত চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ
ক্ষতিগ্রস্ত

মতলব উত্তরে ক্ষতিগ্রস্ত চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস্যচাষীদের মাঝে বিনামূল্যে পোনামাছ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলার কালীপুর ও নিশ্চিন্তপুরে প্রায় ১২৮ জন মৎস্যচাষীর মাঝে ৭০০ কেজি পোনামাছ বিতরণ করে উপজেলা মৎস্য অধিদপ্তর।

উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমার সভাপতিত্বে পোনামাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান।

উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাসের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন, জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক প্রিয়াঙ্কা সাহা, মৎস্য জরিপ কর্মকর্তা ফারহানা আক্তার রুমা প্রমুখ।

জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান জানান,চলতি বছরে বন্যায় যেসব জেলেরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের মধ্যে থেকে যাচাই বাছাই করে মোট ১২৮ জন মৎস্যচাষীকে এই সুবিধার আওতায় আনা হয়েছে। আজকে ১২৮ জন জেলের মাঝে মোট ৭০০ কেজি পোনামাছ বিতরণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক, ২৬ নভেম্বর ২০২৪