মতলব উত্তরে ক্লু-লেস হাবিব উল্লাহ হত্যা মামলার মূল আসামী গ্রেফতার

চাঁদপুর জেলার মতলব উত্তরে ক্লু-লেস হাবিব উল্লাহ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও হত্যাকান্ডে জড়িত মূল আসামীকে  গ্রেফতার করেছে থানা পুলিশ। 

চাঁদপুরের মতলব উত্তর থানার সাদুল্লাহপুর ইউনিয়নের গোপালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি পুকুর থেকে গত ১১ জুলাই ২০২৫ তারিখে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়-তিনি পুটিয়ারপাড় এলাকার মনোয়ারা বেগম ওরফে মনুর স্বামী মোঃ হাবিব উল্লাহ (৫০)। ঘটনার প্রেক্ষিতে তার স্ত্রী অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (থানা মামলা নং-১৮, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড)।

চাঁদপুর জেলার মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার খায়রুল কবির এর তত্ত্বাবধানে ও অফিসার ইনচার্জ, মোঃ রবিউল হক, পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম নারায়ণগঞ্জ জেলার বন্দর ও সিদ্ধিরগঞ্জ এলাকায় ২১ ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে আসামী মোঃ কামাল মীরা (৫৫), পিতা-মৃত খালেক মীরা, মাতা-মৃত নুর জাহান, সাং-রাজারচর, চরমোনাই, থানা ও জেলা- বরিশালকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আসামী কামাল মীরা জবানবন্দিতে জানায়, ভিকটিম হাবিব উল্লাহ তাকে বিয়ের জন্য কনে দেখানোর প্রতিশ্রুতি দিয়ে ১০,০০০ টাকা হাতিয়ে নেয়। ঘটনার দিন রাতে তারা লেংটার মাজার ঘুরে এসে পুকুরপাড়ে বসে কথাবার্তা বলার সময় বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির একপর্যায়ে আসামী কামাল মীরা ভিকটিম হাবিব উল্লাহকে পুকুরে ফেলে শ্বাসরোধ করে হত্যা করে এবং পরে আত্মগোপনে চলে যায়।

ঘটনার তদন্ত ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মতলব উত্তর থানা পুলিশ মূল রহস্য উদ্ঘাটন করে ঘাতককে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রোববার দুপুরে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন  চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম। 

চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মো. লুৎফুর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক,১৩ জুলাই ২০২৫