চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্যাপুর মধ্যপাড়া যুবসমাজ কর্তৃক আয়োজিত সাদুল্যাপুর মধ্যপাড়া প্রিমিয়াম লীগ-২০২৬ সিজন ১৩তম ক্রিকেট টর্নামেন্টের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকালে উপজেলার সাদুল্যাপুর মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে যুবসমাজের আয়োজনে সিজন ১৩’তম ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
টর্নামেন্টের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়া সংগঠক হাজ¦ী মোঃ আবুল হোসেন প্রধান।
টর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সাদুল্যাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও যুবদলের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ হাশেম প্রধান।
টর্নামেন্টের উদ্বোধক ছিলেন সাদুল্যাপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য বিশিষ্ট সমাজ সেবক মোঃ কবির হোসেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী মোঃ করিম মোল্লা, মোঃ সেলিম মাষ্টার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ বাবুল প্রধান, মোঃ ফারুক মাষ্টার, সাবেক মেম্বার মোঃ আলমগীর হোসেন বেপারী, শ্রী লিটন কুমার দাস, বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়া সংগঠক মোঃ সাইফুল সুমন প্রধান, উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাহিমা আক্তার, শ্রী রঘুনাথ সরকার প্রমূখ।
ক্রিকেট টর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন, সাদুল্যাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রুমান প্রধান, উপজেলা যুবদলের সদস্য সাইদুর রহমান বেপারী, ক্রীড়া সংগঠক মোঃ আনিসুর রহমান সাদ্দাম, জিসান, খোকন, সাইফুল, রিয়াদ প্রমূখ।
ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করতে নেমে সাদুল্যাপুর রয়েল রেঞ্জার টাইগার নির্ধারিত ১৪ ওভারে ১৪৯ রান করে। জবাবে সাদুল্যাপুর সুপার স্ট্রাইকারর্স ১৩ ওভার ৫ উইকেটে ১৫১ রান করে জয় লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে অতিথিবৃন্দ, আয়োজক কমিটির সদস্যরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ চ্যাম্পিয়ান দল সাদুল্যাপুর সুপার স্ট্রাইকারসর্ এর হাতে পুরস্কার তুলে দেন। এ সময় খেলায় রানার্সআপ দল রয়েল রেঞ্জার টাইগার এর হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় মাঠজুড়ে করতালি ও উচ্ছ্বাসে ভরে ওঠে পরিবেশ। ফাইনাল খেলা দেখতে আশপাশের এলাকা থেকে দর্শকরা মাঠে এসে হাজির হন।
টুর্নামেন্ট আয়োজকরা জানান, এলাকার তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এই আয়োজন করা হয়।
প্রধান বক্তার বক্তব্যে সাদুল্যাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হাশেম প্রধান বলেন, এই টুর্নামেন্টটি আজকে খুব সুন্দরভাবে এর পরিসমাপ্তি ঘটলো। আমার মনে হয় বিগত দিনগুলোতে খেলাধুলা অনেক কমে গিয়েছিল, যুব সমাজে মাদক থেকে দুরে রাখতে ও শরীর মনকে সুস্থ রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই। বাংলাদেশের বর্তমান পেক্ষাপটে যেভাবে যুবসমাজ মাদকের দিকে এবং মোবাইলের দিকে ঝুঁকে পড়ছে একে সমাজে চরম অবক্ষয় নেমে এসেছে। সুস্থ জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধ শারীরিক অনুশীলন নয়, এর মাধ্যমে আপনি একটি রিপ্রেজেন্ট করতে পারেন।
মোঃ হাশেম প্রধান আরও বলেন, বর্তমানে বাংলাদেশে ক্রীঙ্গনে যতো প্রতিভাধর ক্রিকেটার আছেন সবাই গ্রাম-গঞ্জে থেকে বেরিয়ে এসেছেন। গ্রাম-গঞ্জে যতো বেশি বিভিন্ন ধরনের টুর্নামেন্ট হবে ততোই ভালো ভালো প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসবে। তারই ধারাবাহিকতায়ই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আমি চাই এই টুর্নামেন্ট আগামীতে আরও ব্যাপকভাবে আয়োজন করা হবে, আমি সব সময় খেলাধুলার সাথে আছি এবং থাকবো “।
আয়োজন সম্পর্কে জানতে চাইলে বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়া সংগঠক মোঃ সাইফুল সুমন প্রধান জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই৷ তাই প্রতিবছরই এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়৷ আশা করি এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
উল্লেখ্য,পুরো টুর্নামেন্টজুড়ে বিভিন্ন এলাকা থেকে আগত দলগুলোর অংশগ্রহণে প্রতিযোগিতাটি ব্যাপক সাড়া ফেলেছে।
নিজস্ব প্রতিবেদক/
১৮ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur