কৃষি খাতে অসামান্য অবদান রাখায় বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪২০ স্বর্ণপদকে ভূষিত হয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল কাইয়ুম মজুমদার। গত ৭ জানুয়ারী রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে সর্বোচ্চ এ রাষ্ট্রীয় পুরস্কার গ্রহন করেন তিনি।
এ স্বর্ণপদককে স্বাগত জানিয়ে কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল কাইয়ুম মজুমদারকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানিয়েছেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিসিআইসি) কর্তৃক অনুমোদিত মতলব উত্তরের সকল সার ডিলারগণ। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে সার ডিলার ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় কৃষি কর্মকর্তাকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ, ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সরকার ইমন, এখলাছপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোছাদ্দেক হোসেন মুরাদ, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, গজরা ইউপি চেয়ারম্যান ইঞ্জি. আবুল কালাম আজাদ, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখার সাধারন সম্পাদক শরীফ মোহাম্মদ আশ্রাফুল হক প্রমুখ।
কামাল হোসেন খান, মতলব উত্তর করেসপন্ডেন্ট
: আপডেট ১১:২৭ এএম, ২৯ জানুয়ারি ২০১৬, শুক্রবার
ডিএইচ