কচুয়া

কচুয়ায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

চাঁদপুরে কচুয়ায় ১৫শ ৮৩জন কৃষকের মাঝে ১৯ লক্ষ ৭২ হাজার টাকা ব্যায়ে ২০১৮-২০১৯ অর্থ বছরে রবি পরবর্তী খরিপ-১ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ, প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

কচুয়া উপজেলা কৃষি অফিসার আহসান হাবীবের সভাপতিত্বে ও কৃষ সম্প্রসারন কর্মকর্তা শিবু লাল সাহার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমন দে।

প্রসঙ্গত, ১৫শ ৮৩ জন কৃষকের মধ্যে ১২শ জনকে বিঘাপ্রতি ডিএপি ২০ কেজি, এমওপি ১০ কেজি, ভূট্টা বীজ কেজি। ২শ জনকে ১কেজি সরিষা বীজসহ সমপরিমাণ সার বিতরণ এবং ৩ জনকে ১ গ্রাম করে বিটি বেগুণসহ সার বিতরণ করা হয়। এ প্রণোদনায় সরকারের ব্যায় হয় ১৯ লক্ষ ৭২ হাজার টাকা।

প্রতিবেদক:জিসান আহমদ নান্নু
২৬ নভেম্বর,২০১৮

Share