Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে কিশোরের আত্ম-হ-ত্যা
কিশোরের
প্রতীকী ছবি

মতলব উত্তরে কিশোরের আত্ম-হ-ত্যা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক কিশোর আত্মহত্যা করেছে। সে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের উত্তর ইসলামাবাদ গ্রামের দুলাল মিয়াজীর ছেলে শান্ত বয়স (১৪)।

জানা যায়, বুধবার ১৯ জুন দুপুরে শান্ত তার বাড়ির পাশে একটি গাছে উঠে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রাস্তা দিয়ে পথচারীরা দেখে ভয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে এসে শান্তর লাশ গাছে জুলে থাকতে দেখে। এ ঘটনা শোনার পর শতশত লোকজন এসে ভীর করে। এদিকে শান্তর মৃত্যুতে কান্নায় ভেঙে পরেন বাবা-মা। শান্ত দুই ভাইয়ের মধ্যে ছোট। এলাকাবাসী জানায় শান্ত মানসিক ভারসাম্যহীন ছিল।

শান্তর আত্মহত্যার খবর শুনে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ও এসআই রমিজ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং লাশের সুরতহাল করেন।

ছেলেটির মাথায় সমস্যা আছে বলে জানান স্থানীয়রা।

এবিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক, ১৯ জুন ২০২৪