Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে কারেন্ট-মশারি জাল ও নৌকা জব্দ
কারেন্ট

মতলব উত্তরে কারেন্ট-মশারি জাল ও নৌকা জব্দ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অভায়াশ্রম ও জাটকা রক্ষা অভিযান পরিচালনা করে ১০ হাজার মিটার কারেন্ট জাল,৩টি মশারি জাল ও ১টি নৌকা আটক করেছে উপজেলা মৎস্য অফিস বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর নৌ-পুলিশফাঁড়ি।

বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টা হতে দুপুর পর্যন্ত মতলবের মেঘনা মোহনপুর,নাছিরাকান্দিঅংশে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দিয়েছেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার ভুমি হিল্লোল চাকমা ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস ।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, আজ বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টা হতে দুপুর পর্যন্ত মতলবের মেঘনা মোহনপুর,নাছিরাকান্দিঅংশে অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল,৩টি মশারি জাল ও ১টি নৌকা আটক করা হয়। একই সাথে মেঘনা নদীতে স্থাপন করা ৩টি জাগ অপসরাণ করা হয়। এদিকে অভিযানে আটককৃত ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল,৩টি মশারি জাল মোহনপুর মেঘনা পাড়ে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। আর আটক নৌকাটি মোহনপুর নৌ-পুলিশ হেফাজতে রাখা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান,পদ্মা-মেঘনায় ১ মার্চ-৩০ এপ্রিল দুই মাস ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ। অভয়াশ্রম ও ঝাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হচ্ছে। জাটকা রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, অভয়াশ্রম ও ঝাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে আমরা কাজ করছি। সরকারে নির্দেশ কেউ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক, ৯ এপ্রিল ২০২৫