চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) উপজেলার ছেংগারচর পৌর মায়া বীর বিক্রম অডিটোরিয়ামে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর সভাপতি ও হাশিমপুর দরবার শরীফের পীরসাহেব অধ্যক্ষ আল্লামা শায়খ আশফাক আহমাদ।
উপজেলা ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ শাহজালাল সিদ্দিকী ও মাওলানা মোঃ আবু তালেব এর যৌথসঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, নব-গঠিত উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর কার্যকরি কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মহিউদ্দিন হামিদি, অর্থ সম্পাদক হাফেজ মোঃ কামরুল হাসান, উপজেলা ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর সাধারণ সম্পাদক মুফতি আহম্মদ উল্লাহ, অধ্যক্ষ মাওলানা মোঃ ওয়ালি উল্লাহ, বিশিষ্ট সমাজ সেবক মোঃ সেলিম বাদশা, মোঃ শরীফ উল্লাহ দর্জি,গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ মাষ্টার, মোঃ চাঁন মিয়া প্রধান,মুফীত ফারুক আহম্মদ, হাফেজ খোরশেদ আলম মিয়াজী, ছেংগারচর পৌর আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর সভাপতি মোঃ শাহজালাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি সৈয়দ বুলবুল আহম্মেদ, আব্দুল বাতেন মাষ্টার, রাঢ়ীকান্দি মাদ্রাসার সুপার মাওলানা ইসমাইল হোসেন, হাফেজ আমির হামজা, হাফেজ নাজমুল হক, মাওলানা আরিফুল ইসলাম জিহাদী, মাওলানা জাকারিয়া আলম, মাওলানা ইকবাল হোসেন, মোঃ শাহিন সরকার, হাফেজ বদিউজ্জামান বাহার, মাওলানা আনিসুর রহমান মাক্কি,মোঃ নকীব উদ্দিন বেপারী প্রমূখ।
সম্মেলনে হাশিমপুর দরবার শরীফের পীরসাহেব অধ্যক্ষ আল্লামা শায়খ আশফাক আহমাদকে সভাপতি, মাওলানা মোঃ মহিউদ্দিন হামিদিকে সাধারণ সম্পাদক, মাওলানা মোঃ শাহজালাল সিদ্দিকীকে সাংগঠনিক সম্পাদক এবং হাফেজ মোঃ কামরুল হাসানকে অর্থ-সম্পাদক করে দুই বছর মেয়াদি মতলব উত্তর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর নতুন কার্যকরি কমিটি ঘোষণা করা হয়। শেষে মিলাদ,কেয়াম ও দোয়ার মধ্যদিয়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর দ্বি-বার্ষিক সম্মেলন সমাপ্তি ঘোসণা করা হয়। অনুষ্ঠানে দেশের,সুখ,শান্তি,সমৃদ্ধি এবং সমগ্র বিশ্ব মুসলিম জাহানের শান্তি,মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন, অধ্যক্ষ মাওলানা মোঃ ওয়ালি উল্লাহ।
নিজস্ব প্রতিবেদক, ২ সেপ্টেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur