Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে এসএসসিতে পাশের হার ৫৩% দাখিলে ৫৭%
SSC Pass
ফাইল ছবি

মতলব উত্তরে এসএসসিতে পাশের হার ৫৩% দাখিলে ৫৭%

সারাদেশের ন্যায় মতলব উত্তর উপজেলায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা-২০১৭ এর ফলাফল বৃহস্পতিবার (০৪ মে) প্রকাশ হয়েছে। এবার এসএসসিতে

মতলব উত্তর উপজেলায় ৫৩.৩৭ % পরীক্ষার্থী ও মাদ্রাসায় ৫৭ % পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে।

উপজেলায় এসএসসিতে মোট ৪ হাজার ৯শ’ ৮২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২ হাজার ৬শ’ ৫৯ জন, পাসের হার ৫৩.৩৭%। জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন।

অপারদিকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৩৩৯ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৯৩ জন। পাসের হার ৫৭%। যা গত বছর ছিলো ৮৬.২৬ভাগ।

এবারের এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা-২০১৭ পরীক্ষায় ফলাপল বিপর্যয় ঘটেছে উপজেলায়। গত বছরের চেয়ে এ বছর জিপি-এ-৫ ও পাসের হার কমেছে অনেক। গতবছর এসএসসিতে পাসের হার ছিলো ৭২.৬২%। যা এ বছর পাসের হার ৫৩.৩৭ %।

গত বছর মাদ্রাসা থেকে কয়েকটি মাদ্রাসা শতভাগ পাস করলেও এবছর কোনো মাদ্রাসাই শতভাগ পাসের করতে পারেননি। মাদ্রাসাগুলো থেকে গত বছর জিপিএ-৫ পেলেও এ বছর কোনো জিপিএ-৫ পায়নি।

নিম্নে স্কুল ও মাদ্রাসা ভিত্তিক ফলাফল দেওয়া হলো।

ছেঙ্গারচর মডেল উচ্চ বিদ্যালয় থেকে ২৯১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৬২ জন, পাশের হার ৫৫.৬৭ ভাগ, জিপিএ-৫ পেয়েছে ৩ জন।

সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষার্থী-৪৯ জন, পাশ করেছে ৪৪ জন,পাশের হার ৯০ ভাগ,জিপিএ-৫ ২ জন।

দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী-১২৯ জন, পাশ করেছে ৮৪ জন, পাসের হার ৬৫.১২ ভাগ, জিপিএ-৫-৭।
মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী-১১০ জন, পাস করেছে ৯০১ জন, পাশের হার ৮১.৮২ ভাগ, জিপিএ-৫ পেয়েছে ৭ জন।

পাঁচআনী উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী-৯৬ জন, পাস করেছে ৬৬ জন, পাসের হার ৬৮.৭৫ভাগ, জিপিএ-৫-২।
ইমামপুর পল¬ীমঙ্গল উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী-১৭৮ জন, পাস করেছে ৪১ জন,পাশের হার ৪৫.৫১ ভাগ। জিপিএ-৫ নেই।

নীলনগর উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী-৮৬ জন, পাস করেছে ৫২ জন, পাসের হার ৬০ ভাগ, জিপিএ-৫- ৪ জন।

জীবগাঁও জেনারেল হক উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী-১০১ জন, পাস করেছে ৮০ জন, পাসের হার ৭৯.২১ ভাগ।

কালিপুর হাইস্কুল এন্ড কলেজ পরীক্ষার্থী-২২২ জন, পাস করেছে-৯০ জন, পাসের হার ৪০.৫৮ভাগ, জিপিএ-৫-১ জন।

নাওভাঙা জয়পুর উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষার্থী-৭৯ জন, পাস করেছে-৬৪ জন, পাসের হার ৮১ভাগ, জিপিএ-৫ নেই।

ওটারচর উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষার্থী ১৫৯ জন,পাস করেছে ৬১ জন, পাসের হার ৩৮.৩৬ভাগ, জিপিএ-৫ নেই।

ধনাগোদা তালতলী উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী-১১২ জন, পাস করেছে ৫৯ জন, পাসের হার ৫২.৬০ভাগ, জিপিএ-৫-৩ জন।

ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী ১১২ জন, পাস করেছে ৭২ জন, পাসের হার-৬৩ভাগ,জিপিএ-৫ নেই।

নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী ১১৩ জন, পাস করেছে ৬১ জন, পাসের হার-৫৪ভাগ,জিপিএ-৫-১ জন।

লুধুয়া হাইস্কুল এন্ড কলেজ- পরীক্ষার্থী ১২৯ জন, পাস করেছে ৫৭ জন, পাসের হার ৪০ভাগ, জিপিএ-৫ নেই।

নিশ্চিন্তপুর হাইস্কুল এন্ড কলেজ- পরীক্ষার্থী ১৮১ জন, পাস করেছে ১০৫ জন, পাসের হার-৫৮%।

সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী-৯৯, পাস করেছে ৩০ জন, পাশের হার ৩০.৩০ ভাগ। জিপিএ-৫ নেই।

বাগানবাড়ী আইডিয়েল একাডেমি স্কুল পরীক্ষার্থী ১৮৯, পাস করেছে ৭৬ জন, পাসের হার-৪০.২৮ভাগ। জিপিএ-৫ নেই।

হ্জাী সিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী ১০৪ জন, পাস করেছে ৪৩ জন, পাসের হার-৪১ ভাগ।

পাঠান বাজার আবেদিয়া উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী ১৬৪ জন,পাস করেছে ৬৭ জন, পাসের হার-৫০%, জিপিএ-৫-২ জন।

হাজ্বী মঈন উদ্দিন উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী ১৪৭ জন, পাস করেছে ৮৯জন, পাসের হার-৬০.৫৪ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১
জন।

চরকালিয়া উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী ২৩৩ জন, পাস করেছে ১৫৪ জন, পাসের হার৬৬.৩৮ভাগ,জিপিএ-৫ পেয়েছে-২ জন।

শিকারীকান্দি আকবরীয়া উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী-৬৯ জন, পাস করেছে ৩৪ জন,পাশের হার ৩৪.৭৮ ভাগ।

এখলাছপুর উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী-১৪২ জন, পাস করেছে ১০৭জন, পাশের হার ৭৬ ভাগ। জিপিএ-৫ নেই।

জমিলা খাতুন উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী ১৫৩জন, পাস করেছে ৬৮জন, পাসের হার ৪৪ ভাগ।

গাজিপুর কেএএল উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী ৯৬জন, পাস করেছে ৭১ জন,পাসের হার ৭৩.০৯ ভাগ।

মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী-১৬৩ জন, পাস করেছে ৬৯, পাশের হার ৪২.৩৩ ভাগ।

শরীফ উল্লাহ উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ১৩১ জন, পাস করেছে ৬২জন, পাশের হার ৪৭.৩৩ ভাগ।

নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী ৩১৯ জন, পাস করেছে ২০৮জন,পাশের হার ৬৫০২ ভাগ। জিপিএ-৫ পেয়েছে-৪ জন।

বদরপুর আকবর আলী উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী-১০২ জন, পাস করেছে ৩৩ জন, পাশের হার ৩২.৩৫ ভাগ।

ফতেপুর উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী-৮৩জন, পাস করেছে ৫৩জন, পাসের হার ৬৪ ভাগ। জিপিএ-৫ পেয়েছে-১জন।

মোজাদ্দেদীয়া উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী-১০৬ জন, পাসি করেছে ৬৬ জন,পাশের হার ৬৩ ভাগ।

দূর্গাপুর জনকল্যান উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী ১১১ জন, পাস করেছে ৭৫ জন, পাসের হার ৬২ভাগ।

ইন্দুরীয়া উচ্চ বিদ্যালয় মোট পরীক্ষার্থী-৫৭ জন, পাস করেছে ৩১জন,পাশের হার ৫৮ ভাগ।

রুহিতারপাড় ডিএম উচ্চ বিদ্যালয় ২৮জন, পাস করেছে ০৬জন,পাশের হার ২১.৪২ ভাগ।

চরকাশিম উচ্চ বিদ্যালয় ৪২, পাস করেছে ২১জন,পাশের হার ৫০ ভাগ।

লিপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী ৭৩জন, পাস করেছে ৫০ জন,পাসের হার ৬৮.৪৯ভাগ।

চরপাথালিয়া নুরুর হুদা উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী. ৮২ জন, পাস করেছে ৩২ জন, পাসের হার ৩৯ ভাগ। জিপিএ-৫ নেই।

অপরদিকে, নেদায়ে ইসলাম মহিলা মাদ্রাসায় ৪৮ পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ১৭ জন, পাশের হার ৩৫ ভাগ, জিপিএ-৫ নেই।

ফরাজীকান্দি ওয়েসিয়া কামিল মাদরাসায় ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ২৯ জন, পাশের হার ৮২ ভাগ, জিপিএ-৫ নেই।

সাড়ে পাঁচানী হোসাইনীয়া সিনিয়র মাদরাসায় ৪৫ পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ৩৩ জন, পাশের হার ৭৭ ভাগ।

হাশিমপুর মাদরাসায় ২৯ পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ১৩ জন, পাশের হার ৪৫ ভাগ।

আউলিয়াবাগ দাখিল মাদরাসায় ২৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ১৪ জন, পাশের হার ৫১ ভাগ।

লবাইরকান্দি আল-আমিন মাদরাসায় ৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ২২ জন, পাশের হার ৬৭ ভাগ।

আমিয়াপুর মহিলা মাদরাসায় ২১ পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ০৭ জন, পাশের হার ৩৩ ভাগ।

বদরপুর আদমিয়া ফাজিল মাদরাসায় ২৭ পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ২০ জন, পাশের হার ৭৪ ভাগ।

রসুলপুর হাজী চাঁনবক্স সরকার মাদরাসায় ২৯ পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ২০ জন, পাশের হার ৬৯ ভাগ।

রাড়ীকান্দি দারুচ্ছুন্নাত মাদরাসায় ১৭ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ০৫ জন, পাসের হার ২৯ ভাগ।

লুধুয়া আহমাদিয়া মাদরাসায় ১০ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ০৯ জন, পাশের হার ৯০ ভাগ।

গত বছর ফলাফলে মাধ্যমিক স্কুলগুলো থেকে মাদ্রাসাগুলো ফলাফল ভালো করলেও এ বছর চিত্র উল্টো।

প্রতিবেদক-খান মোহাম্মদ কামাল,মতলব উত্তর
আপডেট, বাংলাদেশ সময় ১১ : ১৩ এএম, ৫ মে ২০১৭, শুক্রবার
এইউ

Leave a Reply