Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে ঈদুল ফিতর উদযাপিত
ঈদুল

মতলব উত্তরে ঈদুল ফিতর উদযাপিত

এক মাস সিয়াম সাধনার পর সারা দেশর ন্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আন›-উচ্ছ্বাসের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ঈদের প্রধান আনুষ্ঠানিকতা হলো জামাতে ঈদের নামাজ আদায়। গেল বছরের ন্যায় এবারও উপজেলার প্রতিটি ঈদগাহে বিপুল সংখ্যক মুসল্লিগণের উপস্থিতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

মহান আল্লাহ’র সন্তুষ্টি লাভের আশায় রোদের তীব্রতাপদহকে উপেক্ষা করেই আজ রোববার (৩১ সার্চ) ধর্মপ্রাণ হাজার হাজার মুসল্লিগণ ঈদের নামাজ আদায় করেছেন।

ঈরে নামাজ শেষে ভাতৃত্বে বন্ধন সুদৃড় করতে মুসল্লিগণ একে অন্যের সাথে কোলাকুলি করেন মুসলিরা। ছোট-বড়, ধনী-গরিব নির্বিশেষে সবাই ঈরে আনন্দ ভাগ করে নেন। এদিকে উপজেলার বিভিন্ন ঈদগাহে শিশু থেকে সব বয়সের মুসুল্লিরা নতুন পায়জাপ,পাঞ্জাবি,টুপি পড়ে ঈদগাহে উপস্থিত হন।

এ দিন সকাল ৯টায় মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান ছেংগারচর ইমাম উদ্দিন নূরী (রাঃ) মাদ্রাসা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পৌরসভার প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।

এখানে ঈদের জামাতে ইমামতি করেন এবং বয়ান ও মোনাজাত পরিচালনা করেন ছেংগারচর বাজার কেন্দ্রীয় শাহি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ তাজুল ইসলাম চাঁদপুরী। মোনাজাতে তিনি কবরবাসীসহ সকল মুমিন মোমেনার এবং দেশ ও জাতির মঙ্গল কামনা দোয়া করা হয়।

নামাজের পূর্বে উপস্থিত মুসল্লিরে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন ঈদগাহ ময়দান কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ শরীফ উল্লাহ দর্জি। এখানে ঈদের নামাজ আদায় করেন, কানাডা প্রবাসী ইমাম উদ্দিন নূরী (রাঃ) মাদ্রাসা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ জসিম উদ্দিন নূরী বাবুল, বোরহান উদ্দিন নূরী নান্টু, শরীফ উদ্দিন নূরী টুটুল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম দর্জি, মোঃ রাসেল দর্জি, ছেংগারচর পৌর কৃষকদলের সভাপতি মোঃ জাকির র্জি, চাঁদপুর জেলা যুবদলের শ্রম-বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃবাবুল প্রধানসহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা,রাজনৈতিক ব্যাক্তিবর্গ,সামাজিক,সুধিবৃন্দ ও এলাকার কয়েক সহস্রাধিক  ধর্মপ্রাণ মুসলমানরা প্রমূখ। 

এখানে ঈদ উপলক্ষে ছোট ছোট ছেলে-মেয়ের জন্য বিভিন্ন খেলা দোকানের পসরা সাজিয়েও বসেছিলো। মহা আনন্দে এই ছেলে-মেয়েরা এখানে বাদভাঙ্গা উচ্ছ্বাস করতে দেখা যায়।

এছাড়া সকাল সাড়ে ৯টায় চাঁদপুর মতলব উত্তর থানা মসজিদে, ঈদের জামায়ত অনুষ্ঠিত হয়। এখানে ঈদৈর নামাজের পূর্বে উপস্থিত মুসল্লি ও উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হক। এখানে পবিত্র ঈদুল ফিতর এর নামাজ আদায় করেন, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ সুরুজ লস্কর, সাংবাদিক কামাল হোসেন খানসহ থানার অফিসার এবং কনস্টেবলসহ বিভিন্ন মুসল্লীরা।

এসময় শুভেচ্ছা বক্তব্যে (ওসি) মোঃ রবিউল হক বলেন, এবারের ঈদ খুবই সুন্দরভাবে মানুষ পালন করছে। মানুষ শান্তিতে নাড়ির টানে বাড়িতে ফিরেছে। ঈদের এ ছুটিতে সাধারণ মানুষের জানমালেরনিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। উপজেলাবাসী যাতে নির্বিঘ্নে উৎসবমূখর পরিবেশে সুষ্ঠ,ও শান্তিপূর্ণ ভাবে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পারে সেজন্য আমি ঈদের ছুটিতে বাড়ি যায়নি। মতলব উত্তর উপজেলাবাসী এবার শান্তিতে ঈ উদযাপন করতে পেরেছে এজন্য মহান আল্লাহ পাকের নিকট শোকরিয়া। আমি সকলকে পবিত্র ঈদুল ফিতর এর  শুভেচ্ছা জানাচ্ছি। ঈ মোবারক।

এখানে পবিত্র ঈদুল ফিতরের ঈদের জামায়াতে ইমামতি করেন থানা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ নেওয়াজ শরীফ। 

এসময় পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ নেওয়াজ শরীফ দোয়া ও মোনাজাতে তিনি কবরবাসীসহ সকল মুমিন মোমেনার এবং দেশ ও জাতির মঙ্গল কামনা দোয়া করা হয়। এর পাশাপাশি মোনাজাতে সারা বিশ্বের মুসলিম উম্মাহসহ সব মানুষের গুনাহ মাফ ও যেকোনো বিপ নেক হেফাজতের জন্য আল্লাহর দরবারে র্প্রানা করা হয়।

এছাড়াও উপজেলার ফরাজীকান্দি ওয়েসীয়া রবার শরীফসহ ছেংগারচর পৌরসভার,ঠাকুরচর,বালুচর,শিকিরচরসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে যথারীতি শান্তিপূর্ণ ভাবে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে উপজেলা ও ইউনিয়নের গ্রামের ঈদগা ও মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লীরা। উপজেলা সর্বত্র খুবই আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপন হয়।এছাড়া নামাজ শেষে প্রয়াত বাবা-মা ও পাড়া প্রতিবেশীদের কবর জেয়ারত করতে দেখা গেছে অনেককে। এদিকে সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশে ঈরে জামাত আদায় করতে পেরে শুকরিয়া জ্ঞাপন করেছেন উপজেলার সকল মুসুল্লিরা। আবহাওয়া ভালো থাকায় শান্তিপূর্নভাবে ঈদগাহ ময়দানে বিশাল জামায়াতে ঈদের নামাজ আদায় করতে পেরে ঈদের আনন্দে সামিল হতে পেরে খুশি ধর্মপ্রাণ মুসল্লিরা।

নিজস্ব প্রতিবেদক,৩১ মার্চ ২০২৫