মতলব উত্তর

মতলব উত্তরে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মতলব উত্তর থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীদের শনিবার কোর্টে প্রেরণ করা হয়েছে।

মতলব উত্তর থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মতলব উত্তর থানার ওসি মো. আনোয়ারুল হক কামালের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপজেলার ছেংগারচর পৌরসভার সুগন্ধি গ্রামের মৃত ক্বারী মোহাম্মদ আলী বেপারীর ছেলে মমিনুল হক বেপারী (৪৫), পূর্ব সুগন্ধি গ্রামের আব্দুল আউয়াল সরকারের ছেলে মোঃ হানিফ সরকার (৩৫), সটাকী গ্রামের মোঃ লাল মিয়ার ছেলে মোঃ জামাল (২৭) এদের দেহ তল্লাশি করে ৩৮ পিচ ইয়াবাসহ হাতে-নাতে আটক করা হয়।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ারুল হক কামাল বলেন, মতলব উত্তর থানাকে মাদকমুক্ত রাখার লক্স্যে মাদক বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।

মাদকের সাথে যাদেরকে সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে মতলব উত্তর থানা পুলিশ সবাত্তক সজাগ রয়েছে। মাদকের সাথে যারাই জড়িত থাকবেন তদেরকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

খান মোহাম্মদ কামাল
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫৯ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার
ডিএইচ

Share