উপজেলা সংবাদ

মতলব উত্তরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কামাল হোসেন খান | আপডেট: ০১:২৫ অপরাহ্ণ, ০৫ আগস্ট ২০১৫, বৃহস্পতিবার

মতলব উত্তর উপজেলায় ইয়াবা ব্যবসায়ী মাসুদকে ১০ পিচ ইয়াবাসহ আটক করেছে থানা পুলিশ। উপজেলার মালাইরকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়।

মতলব উত্তর থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালে স্থানীয় জনতার সহযোগিতায় এসআই মোঃ শাহজাহান তাকে আটক করে। আটক মাসুদ উপজেলার মালাইরকান্দি গ্রামের টিপু খানের ছেলে।

জানা যায়, সে দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসা করে আসছে। তার কারণে এলাকার যুবসমাজ ধবংসের পথে। মাসুদ ইয়াবা নিয়ে আসর বসা অবস্থায় স্থানীয় জনতা টের পেয়ে মতলব উত্তর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানার এসআই মোঃ শাহাজাহান ঘটনাস্থলে গিয়ে ১০ পিচ ইয়াবাসহ হাতেনাতে মাসুদকে আটক করে।

তার বিরুদ্ধে মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা যায়।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

Share