চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আটক করা হয়েছে। আটক নাহিদ গাজী (২৫) উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের হান্নান গাজীর ছেলে।
মতলব উত্তর থানা পলিশ সূত্রে জানা যায়, ১১ মে বুধবার রাতে মতলব উত্তর থানার এসআই মোঃ আবু হানিফ সঙ্গীয় ফোর্স সহ উপজেলার মোহনপুর ইউপির মোহাম্মদপুর গ্রামের জসিম মোল্লার বাড়ীর সামনে বেড়িবাঁধের উপর হতে মাদক ব্যবসায়ী মোঃ নাহিদ গাজী(২৫) কে আটক করেছে।
গ্রেফতারকৃত আসামি বিরুদ্ধে মতলব উত্তর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হইয়াছে।
এবিষয়ে মতলব উত্তর থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান কামাল বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স রয়েছে। তারই ধারাবাহিকতায় মাদক ব্যাবসায়ী নাহিদ গাজীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, ১২ মে ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur