চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৬৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। ১৬ অক্টোবর সোমবার দিবাগত রাত ৯টার সময় উপজেলার ষাটনল ইউনিয়নের বাড়িভাঙ্গা এলাকা থেকে ৬৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করে পুলিশ।
আটকৃতরা হলেন- ষাটনল ইউনিয়নের বাড়িভাঙ্গা গ্রামের মাঃ আবুল কালাম মিয়াজীর ছেলে মোঃ জাবেদ (৩৫), ও বাগানবাড়ি ইউনিয়নের খন্দকারকান্দি গ্রামের মোঃ বিল্লাল হোসেনের ছেলে মোঃ নাজির(২২)।
মতলব উত্তর থানা সূত্রে জানা গেছে, একটি গোপন সূত্রে খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিনের নেতৃত্বে এস আই মিজানুর রহমান-২ সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে বাড়ীভাঙ্গা জনৈক মোঃ আবুল কালাম মিজি বসত বাড়ীর উত্তর ভিটির দক্ষিন দুয়ারী একছালা টিনের ঘর, জাবেদ এর বসত ঘরের ভিতর থেকে ৬৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জাবেদ (৩৫) ও নাজির (২২)কে হাতে-নাতে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় জানিয়ে যে, তাহারা পার্শ্ববর্তী কুমিল্লা জেলা হইতে স্বল্প মূল্যে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে অত্র থানা এলাকায় বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে।
মতলভ উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদেরকে মাদকদ্রব্য আইনে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ওসি মহিউদ্দিন আরও জানান, চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।
প্রতিবেদক: খান মোহাম্মদ কামাল, ১৭ অক্টোবর ২০২৩