চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে এক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ৯ এপ্রিল শনিবার রাত সাড়ে ৩টার দিকে ছেংগারচর বাজার চৌরাস্তার সংলগ্ন ফটিক মিয়ার ষ্টেশনারী দোকানে এ ঘটনা ঘটে। এতে করে ব্যবসায়ী ফটিকের প্রায় ৫ লক্ষ টাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় সৌনারী ব্যাংকের নাইটগার্ড চিৎকার দিলে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।
খবর পেয়ে কিছুক্ষণ পরেই চাঁদপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যেই ফটিকের দোকান সম্পূর্ণ পুরে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায় বলে জানায় ব্যবসায়ী ফটিক।
নিজস্ব প্রতিবেদক, ৯ এপ্রিল ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur