মতলব উত্তরে আওয়ামী লীগ একটি সুসংগঠিত দল : মায়া চৌধুরী

চাঁদপুরের মতলব উত্তরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন চাঁদপুর -২ আসেনর সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও স্বাধীনতা পদক প্রাপ্ত মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।

বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে উপজেলার মোহনপুরে মায়া বীরবিক্রমের নিজ বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্যে দেন- মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি। তিনি বলেন, মতলব উত্তরে আওয়ামী লীগ একটি সুসংগঠিত দল। দলের মধ্যে ঐক্য ও একতা আছে। আর সেজন্যই বার বার বিজয় আসে। তিনি আরও বলেন, সম্প্রতি উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে প্রমান করেছেন। আগামীতেও এ ঐক্য বজায় থাকবে বলে আমি বিশ্বাস করি।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক সুবর্না চৌধুরী বীনা, বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য আশফাক চৌধুরী মাহি, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার,মতলব উত্তর চেয়ারম্যান মোহাম্মদ মানিক দর্জি, মহিলা ভাইস চেয়ারম্যান লাভলী চৌধুরী, ভাইস চেয়ারম্যান সিরাজুল হাসান রিয়াজ, মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও লসাবেক চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার, বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মুক্তিযুদ্ধা নান্নু মিয়া, সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, ফরাজি কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম ঢালী মুন্না, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির খান, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব রুহুল আমিন মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক আসাদ চৌধুরী, উপজেলা যুবলীগের সদস্য রুবেল মিয়া বাবু,কামরুল হাসান মামুন, দূর্গাপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আশাদ উল্যাহ বাবুল, সুলতানাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি জিলানী সরকার, সাধারণ সম্পাদক আব্দুল গফুর সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, এসএম নোমান দেওয়ান, মোঃ নাজমুল হোসেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রহমত উল্যাহ সরকার লিখন, শ্রমিকলীগ নেতা খোরশেদ চৌধুরী, মোঃ ইউসুফ জামিল, উপজেলা ছাত্রলীগের সদস্য সদরুল আমিন,জুবায়ের আহাম্মদ জনিসহ আওয়ামী লীগের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক, ১৬ মে ২০২৪

Share